ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিফা বর্ষসেরা কোচ হয়ে ‘হতবাক’ ক্লপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১৮ ডিসেম্বর ২০২০  
ফিফা বর্ষসেরা কোচ হয়ে ‘হতবাক’ ক্লপ

বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন হ্যান্সি ফ্লিক। তাতে প্রথমবার প্রবর্তিত উয়েফা বর্ষসেরা কোচের মর্যাদা পান এই কোচ। ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়েও ফেভারিট ছিলেন তিনি। তাকে হারিয়ে এ বছরের সেরা কোচ হলেন ইয়ুর্গেন ক্লপ। তিন দশকের খরা কাটিয়ে লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো এই জার্মান তাতে ‘হতবাক’। 

ক্লপের আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৬ বছর পর লিডস ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ফেরানো মার্সেলো বিয়েলসা। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফিফার সবচেয়ে সম্মানজনক পুরস্কার জিতলেন জার্মান কোচ। ভক্ত, সাংবাদিক, জাতীয় দলের কোচ ও অধিনায়কদের সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন তিনি। 

পুরস্কার পাওয়ার পর ক্লপ বলেছেন, ‘আমি (হতবাক)। এখানে আমি বসে ছিলাম কারণ ভেবেছিলাম গত বছর তো জিতেছি। আমার খেলোয়াড়দের সঙ্গে এখানে আছি। সবাইকে অনেক ধন্যবাদ, বাহ। অনেক মানুষকে ধন্যবাদ দেওয়ার আছে আমার বেশিরভাগ কোচদের। যদি জানতাম যে এটা জিতবো তাহলে এখানে আমার কোচদের সঙ্গে রাখতাম। গত বছর যা করেছি তা এসব ছেলেদের জন্যই হয়েছে।’

গত মৌসুমে সাত ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল অল রেডরা। ইংল্যান্ডের সেরা হওয়ার স্বপ্নটা কয়েক বছর আগে বুনতে শুরু করেছিলেন ক্লপ, ‘আমরা ৩০ বছর ধরে স্বপ্ন দেখিনি, কয়েক বছর ধরে দেখছিলাম। এটা ছিল একেবারে ব্যতিক্রম এবং আমাদের সবার জন্য এটা ছিল বিশেষ বছর, যদিও ইতিবাচক ছিল না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়