ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৭, ১৯ ডিসেম্বর ২০২০
ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা আজ শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে আজ শনিবার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’।

দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং বাংলাদেশ বিমানবাহিনী। এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন ও সম্পাদক বদরুল ইসলাম দীপুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

বিকেল সোয়া চারটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। 

এবারের এই প্রতিযোগিতা প্রথমে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত লিগ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল ও প্রাইজমানি পবে। এছাড়া চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়