ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জামালের করোনা নেগেটিভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:৫৫, ২০ ডিসেম্বর ২০২০
জামালের করোনা নেগেটিভ

কাতারে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সর্বশেষ করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে। আক্রান্ত হওয়ার পর ৯ দিন ধরে কাতারের দোহায় আইসোলেশনে ছিলেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন এই মিডফিল্ডার।

শনিবার নতুন করে জামালের নমুনা পরীক্ষা করা হয়। এই রিপোর্টের ভিত্তিতে রোববার তিনি করোনামুক্ত বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গত ৪ ডিসেম্বর বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে কাতারে থেকে যান জামাল। পরে ১০ ডিসেম্বর তার করোনা ধরা পড়ে। তার করোনার কোনও উপসর্গ ছিল না। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণে তিনি একটি হোটেলে আইসোলেশনে ছিলেন।

আসন্ন আই-লিগে কলকাতা মোহামেডানের হয়ে চুক্তি করেছেন জামাল। জানা গেছে, ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় তার স্থলাভিষিক্ত কাউকে খুঁজছিল সাদা-কালো জার্সিধারীরা। তবে দ্রুত সুস্থ হওয়ায় মন পাল্টেছে তারা। প্রথম ম্যাচ থেকেই কলকাতা ক্লাবটির হয়ে তার অভিষেক হতে যাচ্ছে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়