ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনূর্ধ্ব-১২ দলের সঙ্গে ভারতের তুলনা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৩, ২০ ডিসেম্বর ২০২০
অনূর্ধ্ব-১২ দলের সঙ্গে ভারতের তুলনা!

ভারত তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর অনেকের মতো হতভম্ব অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ড্যামিয়েন ফ্লেমিং। বিবিসির ধারভাষ্যকার হিসেবে অ্যাডিলেড ওভালে উপস্থিত থাকায় চোখের সামনে ভারতীয়দের এই ব্যাটিং বিপর্যয় দেখেছেন। স্বাগতিকদের নির্দয় ফাস্ট বোলিংয়ের শিকার ভারতকে দেখে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।

কোনও আন্তর্জাতিক দলের এমন দুর্দশা শেষবার কবে দেখেছেন, ফ্লেমিংয়ের তা মনে পড়ছে না। অনূর্ধ্ব- ১২ দলের সঙ্গে তুলনা করেছেন তিনি ভারতকে, ‘আমি দেখছিলাম, আসলেই দেখলাম স্কোর ৩৬। কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা ছিল অমানবিক। যতদূর মনে পড়ে, শেষবার এমনটা দেখেছিলাম অনূধ্র্ব-১২ দলের কোনও ম্যাচে।’

ব্যাটসম্যানদের জন্য পিচে কোনও জুজু ছিল কি না প্রশ্নে ফ্লেমিং বলেছেন, ‘না, বাড়তি কোনও কিছু তো ছিল না। কিন্তু তারা (অস্ট্রেলিয়া) একটিও খারাপ বল করেনি। হয়তো ভারতের বোলাররা পরে আফসোস করছিল, ‘আমরা কী করেছি?’ আমি চাইছিলাম না অস্ট্রেলিয়া এখানে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করুক।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়