ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন এমপিএল শুরু, টসে হেরে ব্যাট করছে ময়মনসিংহ টাইগার্স

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১২, ২১ ডিসেম্বর ২০২০
ওয়ালটন এমপিএল শুরু, টসে হেরে ব্যাট করছে ময়মনসিংহ টাইগার্স

ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে শুরু হয়েছে ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)।  

সোমবার (২১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডার।

সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা শুরু হয়েছে।

শুরুতে টসে হেরে ব্যাট করছে ময়মনসিংহ টাইগার্স। আর ময়মনসিংহ থান্ডার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।  

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, এমপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ফিরোজ আলম ও ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর।  এছাড়া, স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৬টি দল নিয়ে পাঁচদিনের এ টুর্নামেন্টের সব খেলা হবে সার্কিট হাউজ মাঠে।  মুজিব শতবর্ষের বিশেষ আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে।

ওয়ালটনের সহযোগীতায় আয়োজিত এই টুর্নামেন্টে দুটি গ্রুপের দুটি করে প্রতিদিন খেলা হবে।  সকাল পৌনে ১০টা ও দুপুর সোয়া ১টায় খেলা অনুষ্ঠিত হবে।  সেমিফাইনাল ও ফাইনাল খেলা টি-স্পোর্টস টিভিতে সরাসরি সম্প্রসার করা হবে।

প্রতিটি দলে জাতীয় দলের দুইজন করে খেলোয়াড় অংশ গ্রহণ করবেন। গ্রুপ পর্বের খেলা শেষে ২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫ ডিসেম্বর হবে ফাইনাল।

মাহমুদুল হাসান মিলন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়