ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ভারতের জয়ের একমাত্র সুযোগ ছিল অ্যাডিলেডে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৫১, ২১ ডিসেম্বর ২০২০
‘ভারতের জয়ের একমাত্র সুযোগ ছিল অ্যাডিলেডে’

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ব্যাটিং লজ্জার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ৩৬ রানে শেষ হয়েছে দ্বিতীয় ইনিংস, যা তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্রাড হাডিনের মনে হচ্ছে, বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে জয়ের একমাত্র সুযোগ হারিয়েছে ভারত।

হাডিনের মতে, ৮ উইকেটে ওই ম্যাচ হারের ধাক্কা বেশ ভালোভাবে টর পাবে ভারত। মেলবোর্ন ও সিডনি ভারতীয় ব্যাটসম্যানদের জন্য মানানসই হলেও সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এসইএন রেডিওকে হাডিন বলেছেন, ‘আমি মনে করি না তারা পারবে (হার থেকে ঘুরে দাঁড়াতে)। আমার মনে হয়েছিল, তাদের যদি একটি ম্যাচও জেতার সুযোগ থাকে তা হলো অ্যাডিলেডে প্রথম টেস্ট।’

সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যানের ব্যাখ্যা, ‘আমি মনে করেছিলাম কন্ডিশনটা তাদের বোলিংয়ের জন্য অনুকূলে এবং যথেষ্ট রানও পেয়েছিল তারা। কিন্তু আমি মনে করি না তারা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে। ব্রিসবেনে একটি টেস্ট আছে, যেখানে কেউ অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। আসন্ন দুটি ম্যাচের উইকেট ভারতীয় ক্রিকেটের জন্য উপযোগী, কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে না।’

ভারতের একাদশে কেমন পরিবর্তন দেখছেন হাডিন? জবাব দেননি তিনি। তবে দল তৈরি করা সহজ হবে না মনে করছেন সাবেক এই অজি ব্যাটসম্যান, ‘ভারতীয় ব্যাটসম্যানদের কিছু পারফরম্যান্স সামনের পুঙ্খানুপঙ্খভাবে যাচাই করা হবে সামনের কয়েকটি দিন। তারা কি (ঋদ্ধিমান) সাহাকে সঙ্গে নেবে? পৃথ্বী শ’র জায়গায় টপ অর্ডারে কে যাবে? রোহিত শর্মার কোয়ারেন্টাইন শেষ, তিনি কি দলে ফিরবেন। পরের টেস্টের আগে আগামী কয়েকটা দিন অনেক বিষয় নিয়ে ভাবতে হবে তাদের।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়