ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোদ্রিগোর চোটে রিয়ালের উদ্বেগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:২৭, ২৪ ডিসেম্বর ২০২০
রোদ্রিগোর চোটে রিয়ালের উদ্বেগ

গ্রানাদার বিপক্ষে বুধবার প্রথমার্ধে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন রোদ্রিগো। বল দখল করার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের হালকা ধাক্কায় পড়ে যান রিয়াল মাদ্রিদ উইঙ্গার এবং ব্যথা পান ঊরুতে। ৩৭ মিনিটে তার বদলি নামেন মার্কো আসেনসিও।

চোটে মাঠের বাইরে থাকা এডেন হ্যাজার্ডের বদলে রোদ্রিগো টানা চতুর্থ ম্যাচ দলে ছিলেন। তাতে আক্রমণভাগের বাঁ প্রান্ত নিয়ে উদ্বেগের মধ্যে পড়লো রিয়াল।

যদিও হ্যাজার্ড চোট কাটিয়ে উঠেছেন। কিন্তু তাকে দলে রেখে এখন ঝুঁকি নিতে চান না কোচ জিনেদিন জিদান। রোদ্রিগোর চোটের কারণে হয়তো এখন ঝুঁকিটা নিতেই হচ্ছে ফরাসি কোচকে।

গত মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য ছিটকে গিয়েছিলেন রোদ্রিগো। সান্তোসের সাবেক উইঙ্গারকে এবার একাদশে রাখা হয় সাত ম্যাচে। আর লা লিগায় তাকে দেখা গেছে ১১ ম্যাচে, যেখানে কেবল চার ম্যাচে একাদশে ছিলেন।

নতুন বছরে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে কেনার ইচ্ছা প্রকাশ করেছিল আর্সেনাল ও ইন্টার মিলান। কিন্তু চোট সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিলো। বৃহস্পতিবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তখন জানা যাবে চোটের অবস্থা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়