ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রথম মুলাঘ মেডেল রাহানের গলায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:০১, ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম মুলাঘ মেডেল রাহানের গলায়

দেশের আদিবাসী গোষ্ঠীকে সম্মান জানাতে এ বছর একাধিক উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ম্যাচসেরা খেলোয়াড়কে ‘জনি মুলাঘ মেডেল’ দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া, যা শোভা পেয়েছে সফরকারী ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের গলায়।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরায় ভারত। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করা রাহানে। আগের ঘোষণা অনুযায়ী তাই প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে দিতে হলো সম্মানজনক বিশেষ পদকটি।

অস্ট্রেলিয়া প্রথম বিদেশ সফরে গিয়েছিল যার নেতৃত্বে, সেই জনি মুলাঘকে শ্রদ্ধা জানাতে এই বছর থেকে বক্সিং ডে টেস্টের ম্যাচসেরাকে দেওয়া হচ্ছে বিশেষ পদক। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টুইট করেছে, ‘প্রথম মুলাঘ মেডেলের গর্বিত বিজয়ী, টিম ইন্ডিয়া অধিনায়ক আজিঙ্কা রাহানে।’

অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দেওয়ার পর ভারতকে ১৩১ রানের লিড এনে দিতে প্রথম ইনিংসে চমৎকার সেঞ্চুরি (১১২) করে ম্যাচসেরা হয়েছেন রাহানে। ৭০ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিন ১৯ রানে দুই উইকেট হারানোর পর ভারতকে জেতাতে ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়