ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতের এই প্রত্যাবর্তন ইতিহাসের ‘অন্যতম সেরা’: শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৯ ডিসেম্বর ২০২০  
ভারতের এই প্রত্যাবর্তন ইতিহাসের ‘অন্যতম সেরা’: শাস্ত্রী

এখনও শুকায়নি অ্যাডিলেড টেস্টের ব্যাটিং বিপর্যয়ের ক্ষত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে সমতা ফেরালো ভারত। এমন প্রত্যাবর্তনকে ইতিহাসের অন্যতম সেরা বলছেন বিজয়ী দলের কোচ রবি শাস্ত্রী।

অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার কাছে ব্যাটিং লজ্জা পেয়েছিল ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল তারা। ওই বিপর্যয়ে তারা ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ালো দ্বিতীয় ম্যাচে। মঙ্গলবার ৮ উইকেটে দুর্দান্ত জয়ের পর আনন্দে উদ্বেলিত ভারতের কোচ।

ম্যাচ শেষে শাস্ত্রী বলেছেন, ‘এটি ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটে অন্তর্ভুক্ত হবে। ৩৬ রানে গুটিয়ে যাওয়া এবং তিন দিন পর উঠে মাঠে নামার প্রস্তুতি নেওয়া ছিল অসাধারণ। আমি মনে করি সব কৃতিত্ব ছেলেদের প্রাপ্য, তারা যে চরিত্র দেখিয়েছে।’

প্রথম ইনিংসে অধিনায়ক আজিঙ্কা রাহানের ১১২ রানের বিশেষ প্রশংসা করলেন শাস্ত্রী। ভারতীয় কোচের মতে, এটাই ছিল টার্নিং পয়েন্ট। তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা (টার্নিং পয়েন্ট) ছিল আজিঙ্কা রাহানের ইনিংস। বড় মঞ্চে এমন শৃঙ্খলা দারুণ। দলের অধিনায়ক হিসেবে আসা, চার নম্বরে ব্যাট করা; সে যখন ব্যাটিংয়ে নামলো তখন ৬০ রানে দুই উইকেট নেই এবং পরে ছয় ঘণ্টার মতো ব্যাট করেছে, যে দিনে ব্যাট করা ছিল খুব কঠিন। অবিশ্বাস্য মনোনিবেশ। আমি মনে করি এটাই ছিল টার্নিং পয়েন্ট, তার ইনিংসটা।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়