ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রাইস্টচার্চ টেস্টে ওয়াগনারের জায়গায় হেনরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১ জানুয়ারি ২০২১  
ক্রাইস্টচার্চ টেস্টে ওয়াগনারের জায়গায় হেনরি

ম্যাট হেনরি

রোববার শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ডাকা হলো ম্যাট হেনরিকে। আঙুলের চোট নিয়ে ছিটকে যাওয়া নেইল ওয়াগনারের স্থলাভিষিক্ত হয়েছেন ডানহাতি ফাস্ট বোলার।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় শাহীন শাহ আফ্রিদির বলে ডান পায়ের শেষ দুটি আঙুলে আঘাত পান ওয়াগনার। পরে তাতে চিড় ধরা পড়ে। তারপরও বল করে গেছেন এবং ১০১ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়ে।

ওয়াগনারের সুস্থ হতে সর্বোচ্চ ছয় সপ্তাহ লাগতে পারে বলে এক বিজ্ঞপ্তি দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। তার বদলে হেনরির দলে আসার খবর নিশ্চিত করেছেন কোচ গ্যারি স্টিড, ‘ম্যাট বল হাতে ভালো ফর্মে আছে। ডিসেম্বরে পাকিস্তান শাহিন্সের (এ দল) বিপক্ষে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে ৫৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। টেস্ট শুরু হতে এখনও হাতে কয়েক দিন আছে, আমরা দলে সেরা সমন্বয় আনতে সময় পাচ্ছি।’

নিউ জিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), উইল ইয়ং।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়