ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দুবাই যাচ্ছে ধোনির খামারের সবজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৩ জানুয়ারি ২০২১  
দুবাই যাচ্ছে ধোনির খামারের সবজি

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে নিজের বিশাল খামারে সবজি চাষ করছেন। উৎপাদিত সবজি এবার বিদেশে রপ্তানি করা হবে, এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

রাঁচির রিং রোডের পাশে সিম্বো গ্রামে ধোনির খামারে কৃষিজাত দ্রব্য চাষ করা হয়। ৪৩ বিঘা জমিতে তৈরি হওয়া ওই খামারের ১০ বিঘা জায়গাজুড়ে স্ট্রবেরি, বাঁধাকপি, টমেটো, ব্রকোলি, মটরশুঁটি, পেঁপের এবার ব্যাপক ফলন হয়েছে। এই ফলন হওয়া সবজি দুবাইয়ে রপ্তানির শেষ ধাপের প্রক্রিয়া চলছে। ঝাড়খন্ড রাজ্য কৃষি দপ্তর এই ক্রিকেটারের সবজি দুবাইয়ে পাঠানোর দায়িত্ব নিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিয়েছেন কয়েক মাস হয়ে গেছে। এবার তিনি কৃষিকাজে মন দিয়েছেন। তার মুরগি ও গরু প্রতিপালনের খবর আগেই পেয়েছেন অনুরাগীরা। এবার শোনা গেলো সবজি চাষেও সাফল্যের কথা।

ধোনি টুইটারেও জানিয়েছেন তার সবজি রপ্তানির ব্যাপারে। যে এজেন্সির মাধ্যমে আমীরশাহিতে সবজি পাঠানো হবে, তাও নির্ধারিত হয়েছে। গাল্ফের আওতাভুক্ত অন্য দেশেও এই পণ্য সরবরাহ করবে অল সিজন ফার্ম ফ্রেশ এজেন্সি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়