ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দলের সঙ্গে সিডনি যাবেন আইসোলেটেড ভারতীয় ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:০৮, ৩ জানুয়ারি ২০২১
দলের সঙ্গে সিডনি যাবেন আইসোলেটেড ভারতীয় ক্রিকেটাররা

রেস্তোরাঁয় খাওয়ার কারণে করোনা প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে ভারতের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে। আপাতত পুরো দল থেকে তাদের বিচ্ছিন্ন রাখা হয়েছে। আইসোলেশনে আছেন তারা। তবে তৃতীয় টেস্ট খেলতে সোমবার মেলবোর্ন থেকে সিডনিতে যেতে বারণ নেই তাদের। পুরো ভারতীয় দলের সঙ্গে চার্টার্ড ফ্লাইটে রওনা হবেন তারা, এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

মেলবোর্নের নতুন বছরের প্রথম দিন একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পান্ত, শুভমান গিল, নবদীপ সাইনি ও পৃথ্বি শ। করোনা বিধি অনুযায়ী কোনও রেস্তোরাঁয় খেতে পারবেন না ক্রিকেটাররা। কিন্তু তাদের পাঁচজনকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ড এক যৌথ বিবৃতিতে জানায়।

তারা করোনাভাইরাস প্রটোকল ভেঙেছিলেন কি না সেটাই যাচাই করতে এই তদন্ত। তবে তদন্ত চলাকালে এই পাঁচ ক্রিকেটারের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি খেয়াল করে পড়লে দেখা যাবে, তারা কখনও বলেনি যে বিধি লংঘন হয়েছে। তারা বলেছে, বিধি লংঘন হয়েছে কি না তা যাচাই করবে তারা। আর তাই দলের সঙ্গে সিডনি যেতে পাঁচ খেলোয়াড়ের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। পুরো দল কাল বিকেলে উড়াল দেবে।’

রেস্তোরাঁর ভেতরে পাঁচ ক্রিকেটারের মুহূর্তগুলো ভিডিও করেছেন এক ভারতীয় সমর্থক। ক্রিকেটারদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় তাকে। এমনকি আলিঙ্গন করেন পান্তের সঙ্গেও। এ নিয়ে ওই বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘বিতর্কিত ওই ভদ্রলোক (ভক্ত) যদি এক খেলোয়াড়ের (ঋষভ পান্ত) সঙ্গে আলিঙ্গনের ব্যাপারে মিথ্যা না বলতো, তাহলে এত ঝামেলা বাঁধতো না। ঝিরিঝিরি বৃষ্টির কারণে খেলোয়াড়রা ভেতরে গিয়েছিল।’

ওই সমর্থকের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ বোর্ড কর্মকর্তা, ‘এই লোক, বিনা অনুমতিতে একটি ভিডিও করলো এবং পরে কেউ না চাইলেও বিল দিলো। এমনকি সবার নজর কাড়তে বিলের ছবিও পোস্ট করলো। আপনারা আমাকে বলতে চাইছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া এক ব্যক্তির উদ্দেশ্যমূলক ভিডিওর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যে প্রথমে মিথ্যা বললো এবং পরে বক্তব্য নিয়ে ভোল পাল্টালো।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়