Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৮ মে ২০২১ ||  বৈশাখ ২৫ ১৪২৮ ||  ২৫ রমজান ১৪৪২

সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন প্যাটিনসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৪ জানুয়ারি ২০২১  
সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন প্যাটিনসন

ভারতের বিপক্ষে আসন্ন সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাড়িতে পড়ে গিয়ে পাঁজরে আঘাত পান ডানহাতি বোলার।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘পাঁজরের চোট নিয়ে তৃতীয় টেস্টের জন্য আমাদের অস্ট্রেলিয়ান দল থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। দলে তার পরিবর্তন নেওয়া হবে না এবং ব্রিসবেন টেস্ট ম্যাচের আগে তার ফিটনেস খতিয়ে দেখা হবে।’

৩০ বছর বয়সী প্যাটিনসন অ্যাডিলেড ও মেলবোর্নের একাদশে ছিলেন না। বক্সিং ডে টেস্টের পর সাময়িক ছুটি নিয়ে বাড়িতে যান। সেখানেই দুর্ঘটনার শিকার হলেন ২১ টেস্টে ৮১ উইকেট নেওয়া এই বোলার। শেষবার তিনি খেলেন প্রথম টেস্টের আগের প্রস্তুতি ম্যাচে। ভারতের তিনটি উইকেট নেন তিনি।

সবশেষ প্যাটিনসন টেস্ট খেলেন গত বছরের জানুয়ারিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টে। এক বছর পর আবারও সেই ভেন্যুতে তার ফেরার সম্ভাবনা ছিল ক্ষীণ। কারণ বোলিং আক্রমণে নির্বাচকরা মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লিয়নের ওপর পূর্ণ আস্থা রাখছেন।

৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়