ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইপিএলে করোনার ভয়ঙ্কর থাবা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:২০, ৬ জানুয়ারি ২০২১
ইপিএলে করোনার ভয়ঙ্কর থাবা 

করোনাভাইরাসের নতুন ধরনে বিপর্যস্ত ইংল্যান্ড। হঠাৎ করেই দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগও (ইপিএল)। সপ্তাহের ব্যবধানে লিগের করোনা পজিটিভের সংখ্যা বেড়ে হয়েছে দিগুণ। 

ইপিএলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

গত মাসের ২৮-৩১ ডিসেম্বরের মধ্যে  ইপিএলের ফুটবলার-স্টাফসহ ২২৯৫জনের টেস্ট করালে শনাক্ত হয় ২৮ জন। আর জানুয়ারির ১-৩ তারিখে এ সংখ্যা বাড়ে আরও ১২ জন। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১৮ জনে। অর্থাৎ সপ্তাহ না পেরোতেই দ্বিগুণ হয়ে দাঁড়িয়ে পজিটিভের সংখ্যা । 

এদিকে ইংলিশ ফুটবল ফেডারেশন (এফএ) জানিয়েছে ওমেন্স সুপার লিগ ও ওমেন চ্যাম্পিয়নশিপে ৬৩৫জনকে টেস্ট করালে ১৫ জনের পজিটিভ আসে। ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে এই টেস্ট করানো হয়। 

করোনাভাইরাসের কারণে ইপিএলে তিনটি ম্যাচকে স্থগিত হয়েছে এখন পর্যন্ত।প্রিমিয়ার লিগের কোভিড প্রটোকল অনুযায়ী ফুটবলার-স্টাফ যারা পজিটিভ হবেন তাদের অবশ্যই সেলফ-আইসোলেশনে থাকতে হবে ১০ দিন। 

ইপিএল এক বিবৃতিতে জানায়, ‘সংখ্যাগরিষ্ঠ ক্লাবের খুবই অল্পসংখ্যক করোনা পজিটিভ পাওয়া গেছে।  কোভিড-১৯ এর প্রটোকল অনুযায়ী খেলা চলবে আত্মবিশ্বাসের সঙ্গে।’

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়