ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাতছাড়া হওয়া টেস্ট আয়োজনে তৎপর বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:২৫, ৬ জানুয়ারি ২০২১
হাতছাড়া হওয়া টেস্ট আয়োজনে তৎপর বিসিবি

গত বছরের মার্চে বাংলাদেশে সর্বপ্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। তখন থেকে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও থমকে যায়। পাকিস্তানে দুই টেস্টের একটি না খেলেই দেশে ফেরে দল। এরপর একে একে চারটি দ্বিপাক্ষিক সিরিজের আরও ৮টি টেস্ট খেলতে পারেননি মুমিনুল হকরা। স্থগিত হওয়া এসব টেস্ট নিয়ে কী ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।

সাবেক অধিনায়ক জানালেন, স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। করোনার কারণে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড সফর স্থগিত করতে হয়েছে বাংলাদেশকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষেও হোম সিরিজ হয়নি। আশার কথা হচ্ছে দশ মাস পর বাংলাদেশ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১০ জানুয়ারি আসছে বাংলাদেশে।

ধাপে ধাপে বাকি সিরিজগুলো আয়োজনের আশ্বাস দিলেন আকরাম। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি করে টেস্ট খেলা। গত বছর করোনার কারণে বেশ কিছু টেস্ট ম্যাচ হাতছাড়া হয়েছে। চেষ্টা করছি সেগুলো মাঠে ফেরানোর। একটা জিনিস আমি বিশ্বাস করি, যতগুলো টেস্ট ম্যাচ আমরা খেলতে পারবো, তত উন্নতি করবো।’

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি। টেস্ট খেলুড়ে ১১ দেশের মধ্যে বাংলাদেশে অবস্থান দশে। র‌্যাংকিংয়ে উন্নতির জন্য বেশি ম্যাচ খেলার ওপর জোর দিচ্ছেন আকরাম, ‘বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে আমরা আসলে যত বেশি খেলতে পারবো, তত উন্নতি করবো। আমরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে বেশি খেলার দুই ফরম্যাটে একটা পর্যায়ে এসেছি। টেস্টেও আমরা তেমন কিছু চাচ্ছি। র‌্যাংকিংটা অনেক ক্ষেত্রে মূল্যায়ন করা হয়, আবার অনেক ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্য ম্যাচ খেলাটা জরুরি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়