ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সমালোচিত হওয়ার যোগ্য আমরা: মিসবাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৭ জানুয়ারি ২০২১  
সমালোচিত হওয়ার যোগ্য আমরা: মিসবাহ

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ড সফরেও টেস্ট সিরিজ হেরে গেলো পাকিস্তান। প্রত্যেক বিভাগে বাজে পারফরম্যান্স করে হেরে গেছে তারা। বিশেষ করে ফিল্ডিংয়ে তারা ছিল খুবই বাজে। ব্যাটিংয়েও ছিল ছন্নছাড়া। তাতে ২-০ তে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। পাকিস্তানের কোচ মিসবাহ উল হক বললেন, তার ধুঁকতে থাকা দলকে নিয়ে যে সমালোচনা করা হচ্ছে, তা ন্যায়সঙ্গত।

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে গুনে গুনে আটটি ক্যাচ ছেড়েছে পাকিস্তান। তিনবার করে জীবন পেয়ে রানের বিশাল পাহাড় গড়েন ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন ও হেনরি নিকলস।

এসব ক্যাচ ফেলে না দিলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো মনে করেন মিসবাহ, ‘আমি মনে করি আমাদের সামনে বড় বিষয় হলো ফেলে দেওয়া সুযোগগুলো, অতীতেও পাকিস্তান ক্রিকেটে এমনটা দেখেছি। এই সিরিজে এটা আমাদের সত্যিই প্রভাবিত করেছে। আমরা দুই টেস্টেই অনেকগুলো ক্যাচ ফেলেছি, যদি সেগুলো ধরতে পারতাম, আমরা টেস্টকে আরও এগিয়ে নিতে পারতাম। কিন্তু আমরা মিস করেছি। এ নিয়ে আমাদের কাজ করতে হবে।’

পাকিস্তানের ফিল্ডিং নিয়ে এই দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছে ২০১৮ সালে ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন চলে যাওয়ার পর থেকে। তার অধীনে সাদা বলে পাকিস্তান দেশের ইতিহাসের সেরা ফিল্ডিং দলে পরিণত হয়েছিল। কিন্তু বোর্ড রিক্সনকে ছেড়ে দেয় এবং পাকিস্তানের অধঃপতন শুরু হয়।

প্রত্যেক বিভাগে গড়পড়তার নিচে দল পারফর্ম করেছে বলে স্বীকার করলেন মিসবাহ, ‘প্রথম টেস্টে আমরা যে কঠিন লড়াই করেছিলাম তা ছিল ভালো এবং দ্বিতীয় টেস্টেও প্রত্যেকে তা আশা করেছিল। কিন্তু তেমন কিছু ঘটেনি। এই সিরিজে ম্যাচ জেতার সুযোগ ছিল, কিন্তু তা গ্রহণ করিনি আমরা।’

তাই নানা সমালোচনার মুখেও তা মেনে নিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘আমাদের পারফরম্যান্সের জন্য সমালোচিত হওয়ার যোগ্য আমরা। যখন কেউ ভালো পারফরম্যান্স প্রত্যাশা করে এবং সেভাবে মাঠে বাস্তবায়ন না হয়, তখন সমালোচনা করা ন্যায়সঙ্গত।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়