Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

আগুয়েরোকে পিএসজিতে চান পচেত্তিনো 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৮ জানুয়ারি ২০২১  
আগুয়েরোকে পিএসজিতে চান পচেত্তিনো 

ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) সবে যোগ দিলেন মাউরিসিও পচেত্তিনো। পিএসজির ডাগআউটে শুরুটা ভালো হয়নি এই আর্জেন্টাইন কোচের। এর মধ্যেই খবর বেরোলো ম্যানচেস্টার সিটিতে খেলা স্বদেশি তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোকে নিয়ে আসতে চান পিএসজিতে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। আগুয়েরোর অ্যাজেন্ট ব্রুনো সাতিন নিজেই জানিয়েছেন, পচেত্তিনোর চোখ আগুয়েরোর দিকে। ম্যানসিটির সঙ্গে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ আছে মাত্র ছয় মাস। তবে এখন তিনি প্রাক-চুক্তির জন্য মুক্ত।

এদিকে ম্যানসিটি বস পেপ গার্দিওয়ালা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর পরিবর্তে খেলোয়াড় খুঁজছেন। ৩২ বছর বয়সী এ ফুটবলারবারবার ইনজুরিতে পড়ছেন। ম্যানসিটিতে এই আর্জেন্টাইন ৩৭৮ ম্যাচে করেছেন ২৫৬ গোল। এ মৌসুমে মাত্র পাঁচ ম্যাচে খেলতে পেরেছেন তিনি।

তার সঙ্গে চুক্তি শেষ হবে এ মৌসুম শেষেই। সবকিছু ব্যাটে-বলে মিললে হয়তোবা আগুয়েরোকে দেখা যেতে পারে প্যারিসে। তবে এ ক্ষেত্রে বাধা হতে পারে তার ইনজুরি। নেইমার জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে আগুয়েরো নামবেন কী না তা বলে দেবে সময়।  
 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়