ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা জর্জরিত অ্যাস্টন ভিলাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৯ জানুয়ারি ২০২১  
করোনা জর্জরিত অ্যাস্টন ভিলাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাস্টন ভিলার বেশ কয়েকজন ফুটবলার। সে কারণে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে তরুণদের নিয়ে গড়া অনভিজ্ঞ একটি দল মাঠে নামায় তারা। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে খেই হারায় ভিলার তরুণরা। তাতে লিভারপুলের কাছে ৪-১ ব্যবধানে হার মানতে হয় তাদের। ভিলাকে উড়িয়ে দিয়ে লিভারপুল জায়গা করে নেয় এফএ কাপের চতুর্থ রাউন্ডে।

অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। গোলের দেখা পেয়েছেন জর্জিনিও ভেইনালদেম ও মোহাম্মদ সালাহ।

শুক্রবার রাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি তারা। উল্টো ৪১ মিনিটে পাল্ট আক্রমণে ভিলার ১৭ বছর বয়সী ইংলিশ ফুটবলার লুইয়ি ব্যারি গোল করে সমতা ফেরান।

বিরতির পর ৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল হজম করে ভিলা। ৬০ মিনিটে ভেইনালদেম গোল করে এগিয়ে নেন দলকে। ৬৩ মিনিটে হেডে সাদিও মানে গোল করে ব্যবধান করেন ৩-১। আর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁদ ফিনিশিংয়ে ব্যবধান হয় ৪-১।

শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।

২৩ জানুয়ারি চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে লিভারপুল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়