ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কামিন্সের বোলিংয়ে অসহায় ভারত 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৩০, ৯ জানুয়ারি ২০২১
কামিন্সের বোলিংয়ে অসহায় ভারত 

অসি পেস আক্রমণের সামনে অসহায় আজিঙ্কা রাহানের ভারত। অস্ট্রেলিয়ার ৩৩৮ রান লিডের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে ২৪৪ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। সিডনিতে তৃতীয় টেস্টে ১৯৭ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া।

শনিবার ৯৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১০৩ রান করে টম পেইনের দল। দুই ওপেনার শুরুতেই ফিরে গেলে খেলার হাল ধরেন মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথ। লাবুশানে ৬৯ বলে ৪৭ ও স্মিথ ৬৩ বলে ২৯ রানে অপরাজিত আছেন। 

রবিচন্দ্রন অশ্বিন ও যসপ্রীত বুমরাহ একটি করে উইকেট নিয়েছেন। 

এর আগে ৯৬ রানে হাতে আঁট উইকেট নিয়ে দিন শুরু করে ভারত। ক্রিজে ছিলেন চেতশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে। পূজারা লড়াই করলেও দ্রুত ফিরে যান রাহানে। তার ব্যাট থেকে আসে ২২ রান। এরপর ক্রিজে এসে দ্রুত ফিরে যান হনুমা বিহারী। 

বিহারী আউট হয়ে গেলে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে জুটি গড়ে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানে পন্থ আউট হয়ে গেলে ভাঙে ৫৩ রানের এই জুটি। পন্থ সাজঘরে ফিরে গেলে পুজারাও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৫০ রান করে ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত ইনিংস থামে ২৪৪ রানে। 

প্যাট কামিন্স সর্বোচ্চ চার উইকেট নেন। দুই উইকেট নেন জস হ্যাজলউড। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়