ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বর্ণবাদী আচরণকে ‘অভদ্রতার চূড়ান্ত রূপ’ বললেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:০৬, ১০ জানুয়ারি ২০২১
বর্ণবাদী আচরণকে ‘অভদ্রতার চূড়ান্ত রূপ’ বললেন কোহলি

গ্যালারি থেকে ক্রিকেটারদের উদ্দেশ্যে দর্শকদের অশ্রাব্য কিছু শব্দ হয়েই আসছে। কিন্তু বর্ণবিদ্বেষী মন্তব্য! এমনটা কিছুতেই মানতে পারছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছুটি নিয়ে দেশে থাকলেও সিডনি টেস্টে বর্ণবাদী আচরণের শিকার ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন। এই ঘটনাকে বললেন, ‘অভদ্রতার চূড়ান্ত রূপ।’

তৃতীয় দিন খেলা শেষ হওয়ার আগে দিয়ে কয়েকজন মদ্যপ অস্ট্রেলিয়ান দর্শক বর্ণবাদী আচরণ করেন ভারতের দুই পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে নিয়ে। তারা এই ঘটনা রিপোর্ট করলে ভারতীয় ক্রিকেট বোর্ড অভিযোগ জানায়। রোববার চতুর্থ দিনের খেলাতেও এমন ন্যাক্কারজনক কাণ্ড থামেনি। ৮৬তম ওভারে সিরাজকে ‘বাদামী কুকুর’ বলেন দর্শকরা।

সঙ্গে সঙ্গে ভারতীয় পেসার রিপোর্ট করেন অন ফিল্ড আম্পায়ারদের কাছে। ১০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। আম্পায়ারদের নির্দেশে গ্যালারি থেকে ছয় দর্শককে মাঠ থেকে বের করে দেন নিরাপত্তাকর্মীরা। এ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। তবে দর্শকদের কাছ থেকে এমন হীন আচরণে যারপরনাই কষ্ট পেয়েছেন কোহলি।

হেনস্থাকারী দর্শকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন ভারতের অধিনায়ক। টুইটারে কোহলি লিখেছেন, ‘বর্ণবিদ্বেষ একেবারেই মেনে নেওয়া যায় না। বাউন্ডারি লাইনে অনেক যন্ত্রণাদায়ক কথাবার্তা বলার ঘটনা দেখেছি। এটা হচ্ছে অভদ্রতার চূড়ান্ত রূপ। মাঠে এমন কিছু ঘটতে দেখা দুঃখের।’

আরেক টুইটারে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেছেন, ‘এই ঘটনা অতি দ্রুত ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। এই ঘটনা আবার যেন না ঘটে, সেজন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়