Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৪ জুন ২০২১ ||  আষাঢ় ১০ ১৪২৮ ||  ১২ জিলক্বদ ১৪৪২

বাবা হলেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৩৭, ১১ জানুয়ারি ২০২১
বাবা হলেন কোহলি

সিডনি টেস্টে না থাকলেও ভারতের ঐতিহাসিক ড্রয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর দিলেন অধিনায়ক বিরাট কোহলি। তার ও আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে শিশু কন্যা। সোমবার বাবা হলেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান।

টুইটারে নিজেই এই সুসংবাদ দিয়েছেন কোহলি, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ বিকেলে আমাদের ঘর আলো করে এসেছে এক কন্যা শিশু। আপনাদের সবার ভালোবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আনুশকা ও শিশু দুজনেই ভালো আছে এবং আমাদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাওয়ার বেলায় আমরা অভিভূত। আশা করবো, এই সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখবেন আপনারা। সবাইকে ভালোবাসা।’

অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলার পরপর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরেন কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে ছিলেন সার্বক্ষণিক। তাকে ছাড়া দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দারুণ পারফর্ম করেছে ভারত। মেলবোর্নে ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারানোর পর সিডনিতে রোমাঞ্চকর ড্র করে তারা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়