ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যানইউ এখন শীর্ষে 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:১৩, ১৩ জানুয়ারি ২০২১
ম্যানইউ এখন শীর্ষে 

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বার্নলিকে হারিয়ে আট বছর পর শীর্ষস্থানে বসে রেড ডেভিলসরা। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে তাদের অবস্থান শীর্ষে ছিল। যদিও এখনো মোসুম শেষ হয়নি।

বার্নলির টার্ফ মুর স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় ম্যানইউ। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি তারকা পল পগবা। প্রথমার্ধে বিনা গোলেই সমাপ্তি ঘটে খেলার। এরপরেই যেনো ম্যানইউর ত্রান কর্তা হিসেবে আসেন পগবা। রাশফোর্ডের সহায়তায় দারুণ দক্ষতায় বার্নলির জালে বল জড়াতে পগবা ভুল করেননি।

এই জয়ের মধ্য দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানইউ। ১৭ ম্যাচে ১১ জয়ে ম্যানইউর পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। এরপরে যথাক্রমে অবস্থান করছে লেস্টারসিটি, এভারটন ও টটেনহ্যাম। 
 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়