ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুক্ত বাতাসের অপেক্ষায় ব্র্যাথওয়েট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৩ জানুয়ারি ২০২১  
মুক্ত বাতাসের অপেক্ষায় ব্র্যাথওয়েট

প্রশ্নটা শেষ করতে দেননি ক্রেইগ ব্র্যাথওয়েট। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘বাইরে বের হতে মুখিয়ে আছি।’

বাংলাদেশে ১০ জানুয়ারি পা রেখে কোয়ারেন্টাইনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরকারী দলের প্রত্যেকে তিন দিন হোটেলবন্দি। চার দেয়ালে পুরোপুরি একা। বৃহস্পতিবার তাদের কোয়ারেন্টাইনের প্রথম পর্ব শেষ হচ্ছে। এ দিন হোটেল রুম থেকে বের হয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে আরও চার দিন বাংলাদেশের কারও সংস্পর্শে আসতে পারবেন না।

কোয়ারেন্টাইনের প্রথম পর্ব শেষ হওয়ার দিন মিরপুরে অনুশীলন শুরু করবেন সফরকারীরা। সকাল ১০টায় ওয়ানডে দল, বেলা দেড়টায় টেস্ট দল অনুশীলনে আসবে। দলের সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার ব্র্যাথওয়েট বুধবার জুম মিটিংয়ে সংবাদ সম্মেলনে এসব জানান।

কোয়ারেন্টাইন শেষ করার আনন্দ কতটুকু জানতে চাইলে টেস্ট অধিনায়ক বলেন, ‘রুমে আটকে থাকার কাজটা মোটেও সহজ ছিল না। আমি বাইরে বের হতে পারবো এজন্য খুব উচ্ছ্বসিত। মাঠে গিয়ে কিছু বল খেলবো, ক্যাচ অনুশীলন করবো। মুখিয়ে আছি কালকের দিনটির জন্য।’

প্রথম দিনের অনুশীলনে খুব একটা জোর দেবেন না ব্র্যাথওয়েট। নিজের পরিকল্পনা নিয়ে বলেন, ‘প্রথম দিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। পাশাপাশি জড়তা কাটাতে ফিটনেসের কাজ করতে হবে। শুরুতেই জোর দেওয়া ঠিক হবে না। আমার মতে, শুরুতে খুব স্বাভাবিক সেশন হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে ধীরে ধীরে অনুশীলনের তীব্রতা বাড়ানোর চেষ্টা করতে হবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়