ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এটা তো কেবল শুরু: পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:০৫, ১৪ জানুয়ারি ২০২১
এটা তো কেবল শুরু: পচেত্তিনো

কোচ হিসেবে টটেনহ্যাম হটস্পারে ২০০৩ দিনে জিততে পারেননি একটিও ট্রফি। অথচ প্যারিস সেন্ত জার্মেইর দায়িত্ব নিয়ে মাত্র ১২ দিনের মাথায় শিরোপা উৎসব করলেন মাউরিসিও পচেত্তিনো। দুই লিগ ওয়ান জায়ান্ট বুধবার মুখোমুখি হয়েছিল ফরাসি সুপার কাপে, যে ম্যাচে ২-১ গোলে মার্শেইকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি। কোচ হিসেবে প্রথম ট্রফি জেতার পর আর্জেন্টাইন বললেন, ‘এটা তো কেবল শুরু।’

পিএসজিতে পচেত্তিনোর শুরু হয়েছে সেন্ত এতিয়েঁর সঙ্গে ড্রয়ে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার প্রথম জয় ব্রেস্তের বিপক্ষে। আর তৃতীয় ম্যাচ শেষে পেলেন চ্যাম্পিয়নের স্বাদ। টটেনহ্যাম, সাউদাম্পটন ও এস্পানিওলে তার প্রাপ্তি ছিল শূন্য। মাউরো ইকার্দি ও নেইমারের গোলে প্রথম ট্রফি ছুঁলেন আর্জেন্টাইন কোচ।

তবে ক্ষুধা আরও বেড়ে গেছে পচেত্তিনোর। লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগেও সাফল্য চান তিনি, ‘কোচ হিসেবে ১০ দিন (১২ দিন) আর তিন ম্যাচ খেলার পর। আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ছিল ফাইনাল, জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ। ট্রফির চেয়েও বড় ব্যাপার হলো, ক্লাব ও ভক্তদের জন্য এটা সম্মানের আর গর্বের। আমি যেমনটা চাইছি এই দল তা আস্তে আস্তে করে যাচ্ছে। এখানে দুই সপ্তাহ হলো আমার এবং অনেক প্রস্তুতি নিয়েছি। এটা তো কেবল শুরু।’

পচেত্তিনোর বিশ্বাস, সময় ও পরিশ্রমের সঙ্গে দল আরও বেশি উন্নত হবে, ‘ট্রেনিংয়ের জন্য আমাদের হাতে সময় কম ছিল। কিন্তু আমার খেলোয়াড়রা এই ট্রফি, স্বীকৃতির দাবিদার এবং আমার চাহিদার সঙ্গে তারা দ্রুত মানিয়ে নিয়েছে।’ পূর্বসূরি থোমাস টুখেলকে ধন্যবাদ জানিয়ে পিএসজি কোচ বলেছেন, ‘আমি খেলোয়াড়দের, (লিওনার্দো) ও নাসেরকে (আল খেলাইফি) এই সুযোগের জন্য ধন্যবাদ জানাই। এছাড়া থোমাস টুখেল ও তার স্টাফদেরও প্রতি কৃতজ্ঞতা। কারণ তারা শিরোপা জিতেছে বলে আমরা এখানে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়