ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৬১ রানে শেষ তামিমরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৩৪, ১৪ জানুয়ারি ২০২১
হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৬১ রানে শেষ তামিমরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি নিতে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। দুই দলে ভাগ হয়ে ক্রিকেটারদের এই পরীক্ষায় তামিমদের ১৬১ রানে থামিয়েছে মাহমুদউল্লাহরা। ৪০ ওভারের ম্যাচে ৩৭.২ ওভারে তাদের গুটিয়ে দিতে হাসান মাহমুদ নেন ৪ উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে ১০ রানে ওপেনার লিটন দাসকে (২) হারায় তামিম একাদশ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৪০ রানের ভালো একটা জুটি গড়েছিলেন অধিনায়ক তামিম। ৪৩ বলে ২৮ রান করে হাসানের শিকার হন বাঁহাতি ওপেনার। ২১ বছরের ডানহাতি পেসার তার দ্বিতীয় উইকেট পান শান্তকে (২৭) ফিরিয়ে।

দলীয় ৮৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ মিঠুন (১৬) মেহেদী হাসান মিরাজের বলে মাঠ ছাড়েন। মিডল অর্ডারে সৌম্য সরকার প্রতিরোধ গড়েন আফিফ হোসেনকে নিয়ে। পঞ্চম উইকেটে তারা ৫৭ রানের জুটি গড়েন।

সৌম্যকে ২৪ রানে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন শরীফুল। ইনিংস সেরা ৩৫ রান করা আফিফকেও ফেরান তিনি। মূলত সৌম্যর বিদায়ে ভেঙে পড়ে তামিমদের ব্যাটিং লাইন। মাত্র ২১ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। এর মধ্যে ৩৭তম ওভারে পরপর নাসুম আহমেদ (২) ও রুবেল হোসেনকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন হাসান। ৬ ওভারে এক মেডেনসহ ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

মাহমুদউল্লাহ একাদশের পক্ষে দুটি করে উইকেট নেন শরীফুল ও আল আমিন। সাকিব আল হাসান ৬ ওভারে এক মেডেনসহ রান দেন ৩১টি, উইকেট পাননি বাঁহাতি স্পিনার।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়