ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তরুণদের নিয়ে সিরিজ জিততে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৪ জানুয়ারি ২০২১  
তরুণদের নিয়ে সিরিজ জিততে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ

জেসন মোহাম্মদের বয়স ৩৪ পেরিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছেন মাত্র ২৮টি। দুই বছর আগে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। দুই বছর পর আবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন ৫০ ওভারের ম্যাচ। দলে ফেরার পাশাপাশি এবার বাড়তি দায়িত্ব পেয়েছেন। অধিনায়ক হয়ে নেতৃত্ব দেবেন তরুণ দলকে।

দলে ফিরে এবং অধিনায়কত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত জেসন মোহাম্মদ। বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দলে ফিরে দারুণ খুশি। দুই বছর পর ফিরে এসেছি। পাশাপাশি এবার অধিনায়কত্বও পেয়েছি। অবশ্যই এটা খুব বড় দায়িত্ব। নিজের সামর্থ্য দিয়ে দলকে নেতৃত্বদানের চেষ্টা চালাবো। সিরিজটি জেতার চেষ্টা করবো।’

এর আগে একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি অধিনায়কত্ব করেছেন জেসন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তারা। তবে এবার দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন।

তবে নিজের স্কোয়াডে তরুণ খেলোয়াড়দের পেয়েছেন জেসন। তারকা ক্রিকেটার অনেকেই বাংলাদেশ সফরে আসেননি। তরুণ দল বলে যে চাপ নেই, এমনটা বিশ্বাস করেন না ক্যারিবীয় অধিনায়ক, ‘আমি বলবো না যে আমরা তরুণ দল বলেই চাপ নেই। আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চাপের। আমাদের তরুণ ক্রিকেটাররা খেলতে মুখিয়ে আছে। আমি মনে করি এটা সূবর্ণ সুযোগ আমাদের জন্য। এখানে ভালো খেলে নিজেদের প্রস্তুত করা।’

নতুনদের ওপর আস্থা রাখছেন ক্যারিবীয় অধিনায়ক। তার ভাষ্য, ‘আমাদের এখানে চমকে দেওয়ার মতো কিছু নেই। যারা আছে প্রত্যেকেই ভালো খেলতে সামর্থ্যবান। আশা করছি তারা নির্দিষ্ট দিনে নিজেদের দায়িত্ব পালন করবে।’

শেষ পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। সিলেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর পর ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডেতে টানা তিন ম্যাচ জেতে। বিশ্বকাপে টনটনে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশ। অতীত পরিসংখ্যান সুখকর না হলেও বাংলাদেশের মাটিতে ভালো খেলতে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।

জেসন মোহাম্মদ বলেন, ‘পরিসংখ্যান বলছে, তারা শেষ কয়েক ম্যাচে আমাদের থেকে সেরা ক্রিকেট খেলেছে। আমরা তরুণ দল। আমরা যদি ১০০ ওভারে ধারাবাহিক ক্রিকেট খেলি, নিজেদের প্রক্রিয়ায় ঠিক থাকি তাহলে আমরা জিততে পারবো। আমাদেরকে ধারাবাহিক হতে হবে। নিজেদের সামর্থ্যের পূর্ণ প্রয়োগ করতে হবে।’ 

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়