ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতকে চোটের আরেকটি ধাক্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৫ জানুয়ারি ২০২১  
ভারতকে চোটের আরেকটি ধাক্কা

চোটের তালিকায় এবার নাম লেখালেন ভারতের আরেক ক্রিকেটার। ব্রিসবেন টেস্টের প্রথম দিন বল করার সময় কুঁচকিতে চোট পান পেসার নবদীপ সাইনি। তার অবস্থা আপাতত পর্যবেক্ষণ করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিম।

নিজের অষ্টম ওভারে বল করার সময় কুঁচকিতে ব্যথা পান ২৮ বছর বয়সী পেসার। দলীয় ৩৬তম ওভারের পঞ্চম বলটি করে যন্ত্রণায় কুকড়ে যান তিনি। ফিজিওর সহায়তা নিয়ে মাঠ ছাড়েন সাইনি। তার ওই ওভারের বাকি একটি বল করেন রোহিত শর্মা।

সাইনি ওই বলটিতে অস্ট্রেলিয়ার সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশানের উইকেটটি পেতে পারতেন। কিন্তু অজি ব্যাটসম্যানের ব্যাটে লেগে আসা বলটি স্লিপে দাঁড়ানো আজিঙ্কা রাহানে ধরতে পারেননি।

আবার মাঠে ফিরেছিলেন সাইনি। কিন্তু বল করতে পারেননি। ফের মাঠ ছেড়ে যেতে হয় তাকে। বিসিসিআই টুইট করে সর্বশেষ অবস্থা জানিয়েছে, ‘কুঁচকিতে যন্ত্রণা রয়েছে বলে জানিয়েছেন সাইনি। বিসিসিআই’র ডাক্তাররা তার পরীক্ষা করছেন।’ কিছুক্ষণ পর দ্বিতীয় টুইট, ‘নবদীপ সাইনিকে এখন স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে।’

চোট জর্জর ভারতের হয়ে সিডনিতে টেস্ট অভিষেক হয়েছিল সাইনির। ডানহাতি পেসার দুই ইনিংসে নেন দুটি করে উইকেট।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়