ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩০ পয়েন্টে চোখ তামিমের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৯ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩২, ১৯ জানুয়ারি ২০২১
৩০ পয়েন্টে চোখ তামিমের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতি ওয়ানডে জয়ের জন্য ১০ পয়েন্ট করে পাবে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল ঘরের মাঠে আসন্ন সিরিজ থেকে কোনও পয়েন্ট হাতছাড়া করতে চান না। ৩০ পয়েন্টই জিততে চান। আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানান তামিম।

এই সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। সোজা ভাষায়, ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার লড়াই। আগামী দুই বছরে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ, সরাসরি খেলতে হলে জিততে হবে অন্তত ১৭ ম্যাচ। তাহলে র‌্যাংকিংয়ে সেরা আটে থাকার সুযোগ হবে। নয়তো বিশ্বকাপে নাম লিখতে পার হতে হবে বাছাই পর্ব।

প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পণ্ড হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ। ২০২৩ বিশ্বকাপে খেলার জন্য বাছাই পর্ব এড়াতে চান তামিম। এজন্য কোনও সুযোগ হাতছাড়া করতে চান না বাঁহাতি ওপেনার।

মাঠে নামার আগে অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭ থেকে ২৮টি ওয়ানডে (হবে ২৪টি) খেলবো। পয়েন্ট প্রক্রিয়ার জন্য প্রত্যেকটা ম্যাচ জেতা এখন খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই চাইবো যেন আমাদের বাছাই পর্ব খেলা না লাগে। আমরা চাই শীর্ষ আটে থাকতে। এজন্য সবগুলো ম্যাচ গুরুত্বপূর্ণ।’

প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই সাদামাটা। দলে বড় মানের তারকা ক্রিকেটার নেই। ১৪ জনের স্কোয়াডের অর্ধেক খেলোয়াড়ের অভিষেক হয়নি। অধিনায়ক করা হয়েছে জেসন মোহাম্মদকে, যিনি শেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে অন্য দলগুলোর মতোই মূল্যায়ন করছেন তামিম। তাদের হালকা করে দেখার কোনও কারণ দেখছেন না তিনি।

তামিম বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দল আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা কতটা ভালো খেলি সেটা। সেখানেই আমাদের মনোযোগ। যখনই আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না কেন, চাপ সবসময়ই থাকে। এজন্য আমাদের মানিয়ে নিতে হবে দ্রুত।’

৩-০ ব্যবধানে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক দল। কারণ ৩১৩ দিন পর বাংলাদেশ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। দীর্ঘদিন পর মাঠে নামার কারণ অনভ্যস্ততা থাকতে পারে। এজন্য প্রথম ম্যাচ নিয়ে তামিম বেশ মনোযোগী, ‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয় বুধবারের ম্যাচে শুরু করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক বছর পরে ফিরছি। প্রথম ৫ ওভার বোলিং বা ব্যাটিং ভালো শুরু জরুরি। এরপরে সবই জেতার চেষ্টা করা যাবো, কিন্তু সবার আগে কালকের খেলায় মনোযোগ দিচ্ছি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়