ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেটে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ চান তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১৯ জানুয়ারি ২০২১  
ক্রিকেটে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ চান তামিম

অপেক্ষার প্রহর ফুরালো। গত মার্চে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর তামিম ইকবালের অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। মাঠে নামার আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, প্রতিপক্ষের শক্তির-দুর্বলতা নিয়ে না ভেবে ক্রিকেটে বাংলাদেশি ব্র্যান্ড তৈরি করতে চান। দলকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় এগিয়ে নিতে চান। অনুসরণ কিংবা অনুকরণ করতে চান না অন্য কাউকে।

গত মার্চে মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছিলেন তামিম। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলেই তার নেতৃত্বে মাঠে নামতো বাংলাদেশ। কিন্তু করোনার ধাক্কায় সব কিছু ওলট-পালট।

এর আগে তামিম তিন ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বকাপের ঠিক পরে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। মাশরাফি ইনজুরির কারণে যেতে পারেনি। মুশফিকুর রহিমকে প্রস্তাব দেওয়া হলেও অধিনায়ক হতে রাজি হননি। শেষমেশ তামিমের নেতৃত্বে নামে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়। এর আগে মুশফিকের অনুপস্থিতিতে তার নেতৃত্বে বাংলাদেশ নিউ জিল্যান্ডে একটি টেস্টও খেলেছিল।

এবার তামিম আর ভারপ্রাপ্ত নন, স্থায়ীভাবে নেতৃত্ব পেয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার ১০ মাস পর নামবেন পরীক্ষা দিতে। তবে মাঠে নামার আগেই নিজের পরিকল্পনা জানালেন সংবাদমাধ্যমকে, ‘আমি সবসময় অগ্রাধিকার দেই যে, আমাদের বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট ডেভেলপ করতে হবে। আমি সবসময় একটা কথা বলেছি যে প্রত্যেকটা দেশের নিজস্ব স্টাইল আছে। সুতরাং আমার মনে হয় না আমাদের অন্য কাউকে অনুসরণ করা উচিত। আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী বা অস্ট্রেলিয়ার মতো প্রতিষ্ঠিত না। তবে আমাদের এমন অনেক বিষয় আছে যা অন্যদের দলে নাই।'

মাঠে নামার আগে তামিম ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলেন, প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। তার অধীনে দল খুব একটা ভালো করতে পারেনি। ৩১ বছর বয়সী তামিম সেসব নিয়ে ভাবছেন সামান্য। তার নজর জাতীয় দলে, ‘এটা একটা ভালো দিক বলতে পারেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব শুরুর আগে আমি দুটি টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছি। দুটি টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। তাই অনেক কিছু শিখতে পেরেছি। যদি ভালো করে থাকি তাহলে সেটা সামনে এগিয়ে নেবো।’

তামিম যোগ করেছেন, ‘স্টাইল অব ক্যাপ্টেন্সি সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হবে। এখন যদি আমি একটা কথা বলি আর পরিস্থিতি মাঝখানে ভিন্ন হয়, এটার কোনও মূল্য নেই। আমার কাছে মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারবে, আর আমিও বুঝতে পারবো আমি কোন দিকে যাচ্ছি। কোন অবস্থায় খেলছেন সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। কিছু সময় আপনাকে ভিন্ন ভাবে চিন্তা করতে হয়।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়