RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৬ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১৩ ১৪২৭ ||  ১৩ রজব ১৪৪২

উইন্ডিজের অনুপ্রেরণা অস্ট্রেলিয়া জয়ী ভারত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৯ জানুয়ারি ২০২১  
উইন্ডিজের অনুপ্রেরণা অস্ট্রেলিয়া জয়ী ভারত

ক্রেইগ ব্র্যাথওয়েট ও জেসন মোহাম্মদের নেতৃত্বে টেস্ট ও ওয়ানডে খেলবে উইন্ডিজ

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান মাটিতে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতেছে ভারত। অথচ শুরুটা হয়েছিল ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায়। তারপর চোটে জর্জর দল নিয়েও বিস্ময় উপহার দিয়ে শেষ তিন ম্যাচের ফল তাদের পক্ষে- জয়, ড্র ও জয়। বহুদূরের দেশে হওয়া এই টেস্ট সিরিজ নাড়া দিয়েছে বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলকে, যারা বেশির ভাগ নতুন খেলোয়াড়দের নিয়ে এসেছে।

নিয়মিত ওয়ানডে অধিনায়ক কিয়েরন পোলার্ড করোনাভাইরাস আতঙ্কে এই সফর থেকে সরে দাঁড়ান। তার জায়গায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন দুই বছরেরও বেশি সময় আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা জেসন মোহাম্মদ। ৩৪ বছর বয়সী এই মিডল অর্ডারের সামনে কঠিন চ্যালেঞ্জ, যেই দলের সাতজনেরই অভিষেক হতে পারে এই সিরিজে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ জয় উজ্জীবিত করছে জেসনকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জেসন জানালেন, ওয়েস্ট ইন্ডিজের জয়কে অসম্ভব কিছু মনে করছেন না তিনি। বুধবার এই সিরিজ শুরুর আগের দিন গ্যাবায় ভারতের ঐতিহাসিক জয়ের উদাহরণ তুলে ধরলেন ক্যারিবিয়ান অধিনায়ক, ‘এটা এমন কিছু যা আমরা দেখবো। ম্যাচের দিন আপনি কেমন খেলছেন, সেটা বড় ব্যাপার। ছেলেদের অনেকে তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। কিন্তু নিজেদের ও দলের মধ্যে যদি জয়ের বিশ্বাস আনা যায়, তাহলে তা অবশ্যই অর্জনযোগ্য। এটাই দেখা গেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে। আমাদেরও মানসিকতা একই রকম, কালকের (বুধবার) ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ফল আমাদের পক্ষে আসবে আশাবাদী আমরা।’

দলের সবাই সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত বলে জানালেন ২৮টি ওয়ানডে খেলা জেসন, ‘আমরা শুধু এই সিরিজ ও আমাদের প্রথম ম্যাচ উপভোগ করতে চাই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখানে আসা আমাদের সবার জন্য এটা বড় একটা সুযোগ। আমরা ব্যক্তিগতভাবে ভালো করতে চাই, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সবাইকে একসঙ্গে তা করতে হবে এবং দলের জন্য।’

নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘এখানে আমরা কিছু ভালো ফল চাই। অনেক ইতিবাচক ব্যাপার আছে। বাংলাদেশে আমরা কয়েক দিন থেকেছি, প্রস্তুতি ভালো হয়েছে। আশাবাদী যে আমরা এখানে যা শিখেছি তার প্রয়োগ করতে পারবো।’

বাংলাদেশের মাটিতে স্পিন খেলা চ্যালেঞ্জিং হবে স্বীকার করলেন জেসন, বিশেষ করে সাকিব আল হাসানের বল। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে তাদের পরিকল্পনা জানালেন অধিনায়ক, ‘আমাদের খেলতে হবে (সাকিবকে)। আমরা জানি সে সারা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার বিরুদ্ধে আমাদের ইতিবাচক থাকতে হবে। যে বল রান করার উপযুক্ত, সেই বলে রান নিতে হবে। আর ভালো বল হলে ঠেকাতে হবে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়