ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইপিএলে কোন দল কাকে রাখলো, কাকে ছাড়লো?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:১৯, ২০ জানুয়ারি ২০২১
আইপিএলে কোন দল কাকে রাখলো, কাকে ছাড়লো?

স্মিথকে ছেড়ে দিলো রাজস্থান

২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের সম্ভাব্য তারিখ ১১ ফেব্রুয়ারি। এর আগে ২০ জানুয়ারি বুধবার আট ফ্রাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দিতে বলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। নির্দেশ মতো ফ্রাঞ্চাইজিগুলো তাদের এই লম্বা তালিকা তৈরি করেছে, যেখান থেকে বেশ কয়েকজন বড় তারকাকে ছেড়ে দিয়েছে একাধিক ক্লাব।

রাজস্থান রয়্যালস

গত আসরে পয়েন্ট তালিকার শেষ দল রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে। আসন্ন মৌসুমে নেতৃত্ব দেওয়া হয়েছে সানজু স্যামসনকে। গত বছরের আইপিএলে ১৪ লিগ ম্যাচের সবগুলো খেলেন স্মিথ। অজি তারকা ১৩১ স্ট্রাইক রেটে তিনটি হাফসেঞ্চুরিসহ করেন ৩১১ রান। জানা গেছে, রাজস্থানের সঙ্গে চুক্তির মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়ে গেছে স্মিথের। অজি ব্যাটসম্যানকে ছেড়ে দেওয়ায় নিলামে খরচ করার জন্য সাড়ে ১২ কোটি রুপি যুক্ত করতে পারবে ফ্রাঞ্চাইজি। একই সঙ্গে শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারাকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

ছেড়ে দিলো: স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওশানে থোমাস, আকাশ সিং, বরুণ অ্যারন, টম কারান, অনিরুদ্ধ যোশি ও শশাঙ্ক সিং।

ধরে রাখলো: সানজু স্যামসন, বেন স্টোকস, জোফরা আর্চার, জস বাটলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেওয়াতিয়া, মহীপাল লমরোর, কার্তিক ত্যাগী, এন্ড্রু টাই, জয়দেব উনারকাট, মায়াঙ্ক মারকান্ডে, যশশ্বী জয়সাওয়াল, অনুজ রাওয়াট, ডেভিড মিলার, মানান ভোহরা, রবিন উথাপ্পা।

কলকাতা নাইট রাইডার্স

১৭ খেলোয়াড়কে রেখে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বিদেশি খেলোয়াড়দের মধ্যে টম ব্যান্টন ও ক্রিস গ্রিনকে ছেড়ে দিয়েছে তারা। ধরে রেখেছে আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শুভমান গিল, এউইন মরগান ও লকি ফার্গুসনের মতো তারকাদের।

ছেড়ে দিলো: এম সিদ্ধার্থ, নিখিল নাইক, সিদ্ধেশ লাদ, ক্রিস গ্রিন, টম ব্যান্টন।

ধরে রাখলো: দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাহি, শুভমান গিল, সুনীল নারিন, এউইন মরগান (অধিনায়ক), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী।

দিল্লি ক্যাপিটালস

অ্যালেক্স ক্যারিকে ছেড়ে দেওয়ায় দিল্লি ক্যাপিটালসে এখন একমাত্র উইকেটকিপার ঋষভ পান্ত। জেসন রয়, সন্দীপ লামিছানে ও কিমো পলকেও অব্যাহতি দিয়েছে দলটি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, শিমরন হেটমায়ারকে রেখেছে তারা।

ছেড়ে দিলো: অ্যালেক্স ক্যারি, কিমো পল, সন্দীপ লামিছানে, তুষার দেশপান্ডে, মোহিত শর্মা, জেসন রয়।

ধরে রাখলো: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পান্ত, শিখর ধাওয়ান, ললিত যাদব, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ড্যানিয়েলস স্যামস, আনরিখ নর্টিয়ে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

পাঁচজন করে দেশি ও বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দল পাচ্ছে না আইপিএলকে বিদায় জানানো পার্থিব প্যাটেলকে। ডেল স্টেইনও সরে দাঁড়িয়েছেন।

ছেড়ে দিলো: ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, মঈন আলী, ইসুরু ‍উদানা, ডেল স্টেইন, শিবম ডুবে, উমেশ যাদব, পবন নেগী, গুরকিরাত মান, পার্থিব প্যাটেল।

ধরে রাখলো: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাডিক্কাল, মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জশুয়া ফিলিপ্পে, পবন দেশপান্ডে, শাহবাজ আহমেদ, অ্যাডাম জাম্পা।

সানরাইজার্স হায়দরাবাদ

গতবার তৃতীয় হওয়া সানরাইজার্স হায়দরাবাদ তাদের দল থেকে মাত্র পাঁচজনকে ছেড়ে দিয়েছে। একটিও ম্যাচ না খেলা বিলি স্ট্যানলেক ও ফ্যাবিয়ান এলেন এবার তাদের সঙ্গে নেই।

ছেড়ে দিলো: সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্ট্যানলেক, ফ্যাবিয়ান অ্যালেন, ইয়ারা পৃথ্বীরাজ।

ধরে রাখলো: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মানীষ পান্ডে, মোহাম্মদ নবী, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাটস গোস্বামী, সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, প্রিয়ম গর্গ, বিরাট সিং।

মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল ক্যারিয়ারে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা লাসিথ মালিঙ্গা আর পরবেন না ক্লাবটির জার্সি। প্রতিযোগিতার ইতিহাসের শীর্ষ উইকেটশিকারিকে ছেড়ে দিয়েছে রেকর্ড শিরোপা জয়ীরা। ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে মুম্বাইয়ে চারটি শিরোপা জিতেছিলেন লঙ্কান পেসার।

ছেড়ে দিলো: লাসিথ মালিঙ্গা, নাথান কোল্টার নাইল, জেমস প্যাটিনসন, শেরফানে রাদারফোর্ড, মিচেল ম্যাকক্লেনেঘান, প্রিন্স বালওয়ান্ট রায়, দিগ্বিজয় দেশমুখ।

ধরে রাখলো: রোহিত শর্মা, কিয়েরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, সুরিয়াকুমার যাদব, যশপ্রীত বুমরাহ, রাহুল চাহার, ইশান কিষান, ক্রিস লিন, ধাওয়াল কুলকার্নি, মহসিন খান, অঙ্কুল রায়, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, আনমলপ্রীত সিং।

চেন্নাই সুপার কিংস

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। চুক্তি শেষ হওয়ায় হরভজন সিংকে ছেড়ে দিয়েছে তারা। গত আইপিএল শেষে ক্রিকেটকে একেবারে বিদায় বলা শেন ওয়াটসন স্বাভাবিকভাবে থাকছেন না।

ছেড়ে দিলো: কেদার যাদব, হরভজন সিং, শেন ওয়াটসন, মনু সিং, পিযুষ চাওলা, মুরালি বিজয়।

ধরে রাখলো: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেএম আসিফ, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, নারায়ন জগদেশ্বন, করণ শর্মা, লুঙ্গি এনগিদি, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাজেদা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, জশ হ্যাজেলউড, আর সাই কিশোর, স্যাম কারান।

কিংস ইলেভেন পাঞ্জাব

সবচেয়ে দাম দিয়ে কেনা গ্লেন ম্যাক্সওয়েল ও শেল্ডন কট্রেলকে ছেড়ে দিলো কিংস ইলেভেন পাঞ্জাব।

ছেড়ে দিলো: গ্লেন ম্যাক্সওয়েল, করুন নায়ার, হার্দুস ভিলয়োয়েন, জগদীশ সুচিথ, মুজিব উর রহমান, শেল্ডন কট্রেল, জিমি নিশাম, কৃষ্ণাপ্পা গৌতম, তাজিন্দার সিং।

ধরে রাখলো: লোকেশ রাহুল (অধিনায়ক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মনদীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভুসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্দে, রবি বিষ্ণয়, মুরুগান অশ্বিন, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, ইশান পোরেল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়