ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘উইন্ডিজ দল সম্পর্কে আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:২৯, ২০ জানুয়ারি ২০২১
‘উইন্ডিজ দল সম্পর্কে আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল’

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নিয়ে সংবাদমাধ্যম কিংবা সাধারণ মানুষের যে ভাবনা তা স্রেফ উড়িয়ে দিলেন সাকিব আল হাসান। তার মতে, এ দলটা ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত দল থেকেও সেরা। এজন্যই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের বাংলাদেশে পাঠিয়েছে।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে সাকিব ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফিরে পেয়েছেন তার সেরা পারফরম্যান্সও। বল-ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে রঙিন করেছেন নিজের ফেরা। বল হাতে ৪ উইকেট, ব্যাটিংয়ে ১৯ রান নিয়ে সাকিব পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। 

খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও প্রতিপক্ষকে বেশ সমীহ দেখালেন সাকিব। তাছাড়া সফরকারীদের যতটা খর্ব শক্তির দল বলা হচ্ছে সংবাদমাধ্যমে কিংবা দেশের ক্রিকেট ভক্তরাও যেভাবে খাটো করে দেখছে ক্যারিবিয়ানদের, তা সম্পূর্ণ ভুল বলেছন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচসেরার পুরস্কার নিয়ে সাকিব বলেন, ‘আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। ওরা ম্যাচ খেলতে এসেছে। হ্যাঁ, ওদের ৬-৭ জন মূল খেলোয়াড় নেই। আর ওদের মূল দল যেটা আমরা বলছি, তাদের আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি। আবার ওদের দেশেও হারিয়েছি। ’

সবাইর ভুল ধারণা পাল্টে দিলেন সাকিব, ‘ওদের সেরা দল ভালো করতে পারছে না বলেই হয়তো এই দল পাঠিয়েছে। যেন ভালো ফল করতে পারে। আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল, ওরা সব সময় ভালো দল। আমরা সব সময় ওদের সম্মান করি। তারা ভালো ক্রিকেট খেলতে সামর্থ্যবান।’

প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় তুলে নিলেও সাকিব মনে করেন সামনের দুই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে। বাঁহাতি স্পিনার বললেন, ‘আাজকের উইকেট কঠিন ছিল। হয়তো অভিজ্ঞতার কারণে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু তার মানে এই না যে, আমরা সামনের দুই ম্যাচ আরামে জিতে যাবো। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়