ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এবার তৃতীয় সারির দলের কাছে হেরে রিয়ালের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:১৬, ২১ জানুয়ারি ২০২১
এবার তৃতীয় সারির দলের কাছে হেরে রিয়ালের বিদায়

গেল বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কোপায় অ্যাথলেটিক বিলবাও’র কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এবার স্প্যানিশ কোপা দেল রের শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে তারা। তাও আবার তৃতীয় সারির দল আলকয়ানোর কাছে হেরে। যে দলটি ম্যাচের অতিরিক্ত সময়ে খেলেছিল ১০ জন নিয়ে! তাদের বিপক্ষে ২-১ গোলে হেরে কোপা দেল রের এবারের আসর থেকে বিদায় নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার রাতে তৃতীয় সারির দলটির বিপক্ষে গোলের দেখা পেতে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় করিম বেনজেমার ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ইদার মিলিতাও।

বিরতির পর ৮০ মিনিটে আলকয়ানোর হোসে সোলবেস গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় আলকয়ানো। এ সময় লাল কার্ড দেখে ফিরে যান রামন লোপেজ ওলিভান।

১১৫ মিনিটের মাথায় রিয়ালকে বিস্ময় উপহার দিয়ে গোল করে আলকয়ানোকে এগিয়ে নেন হুয়ানন কাসানোভা। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। ১০ জন নিয়ে খেলেও রিয়ালকে ছিটকে দেয় কোপা দেল রের শেষ ৩২ থেকে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়