Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০৯ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৪ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

মুমিনুলদের টেস্ট মিশন শুরু 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:১৯, ২১ জানুয়ারি ২০২১
মুমিনুলদের টেস্ট মিশন শুরু 

উইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডে গেলো কেবল। বাকি আছে আরো দুটি। এর মধ্যেই টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়লেন মুমিনুল হকরা। বৃহস্পবিবার ওয়ানডে দলের পাশাপাশি অনুশীলন করতে দেখা গেছে টেস্ট অধিনায়ক মুমিনুলসহ টেস্ট দলের আট সদস্যকে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুমিনুলের সঙ্গে ছিলেন নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, ও নুরুল হাসান সোহান। সাদাপোশাকে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়া শুরু করেছেন আগেভাগেই।

প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির ৩ তারিখ। এটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে চট্টগ্রামেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে মুমিনুল-রাহীদের। এরপর ঢাকায় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়