ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্টোকস-আর্চার ফেরায় ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২১ জানুয়ারি ২০২১  
স্টোকস-আর্চার ফেরায় ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে এখনো টেস্ট সিরিজ শেষ হয়নি ইংল্যান্ডের। এর মধ্যেই ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভারত সিরিজ নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে দেশটি। যা বোঝা গেলো ইংলিশ অধিনায়ক জো রুটের কথায়।

যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছেন রাহানেরা এটা নিয়ে ভাবাচ্ছে রুটদেরও। তবে দলে বেন স্টোকস ও জোফরা আর্চার ফেরায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই কোহলিদের বিপক্ষে ইংল্যান্ড খেলতে নামবে বলে মনে করেন রুট।

রুট বলেন, ‘যে কোনো দলকে জিজ্ঞাসা করে দেখুন, ওদের দুজনকে (স্টোকস-আর্চার) পেলে সবার আত্মবিশ্বাস বাড়বে। আমাদের একই ব্যাপার। ওদের প্রত্যাবর্তনের কথা ভেবে আমরা উত্তেজিত। আশা করি পুরো শক্তি নিয়েই ওরা ফিরবে।’

করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক ক্রিকেটারকে টানা খেলাচ্ছে না। ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিয়ে নেওয়া হচ্ছে দলে। শ্রীলঙ্কার  বিপক্ষে স্টোকস-আর্চার দলে ছিলেন না। ভারত সফরে যাওয়ার আগে দুজনেই ফিরেছেন দলে।

রুটদের বিবেচনায় আছে ভারতের সাম্প্রতিক ফর্মও। ‘ওদের (ভারতের) আত্মবিশ্বাস অনেক বেশি এবং নিজেদের মাঠে ওরা অনেক শক্তিশালী হয়ে নামবে। দারুণ ক্রিকেট খেলে এসেছে। আমাদের সর্বোচ্চ ফর্মে থাকতে হবে’-বলছিলেন রুট। ফেব্রুয়ারিতে শুরু হবে চার ম্যাচের এই টেস্ট সিরিজ। 
 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়