ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশের ২৬তম ওয়ানডে সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২২ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:১৩, ২২ জানুয়ারি ২০২১
বাংলাদেশের ২৬তম ওয়ানডে সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২৬তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের ২১তম সিরিজ জয়। দেশের বাইরে জিতেছে পাঁচটি সিরিজ।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়।

দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০২০ সালের মার্চে। ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারায় মাশরাফির দল।

বিদেশে সবশেষ সিরিজ জিতে ২০১৮ সালে। ওই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে মাশরাফির দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়।

রাইজিংবিডি’র পাঠকদের জন্য একনজরে বাংলাদেশের জয় পাওয়া সিরিজগুলো তুলে ধরা হলো:
প্রতিপক্ষ                     সাল                   ব্যবধান              মাঠ
জিম্বাবুয়ে                    ২০০৫/০৫             ৩-২               বাংলাদেশ
কেনিয়া                      ২০০৫/০৬             ৪-০               বাংলাদেশ
কেনিয়া                      ২০০৬                   ৩-০                কেনিয়া
জিম্বাবুয়ে                    ২০০৬/০৭             ৫-০               বাংলাদেশ
স্কটল্যান্ড                    ২০০৬/০৭              ২-০               বাংলাদেশে
জিম্বাবুয়ে                    ২০০৬/০৭             ৩-১               জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড                 ২০০৭/০৮            ৩-০            বাংলাদেশ
জিম্বাবুয়ে                     ২০০৮/০৯            ২-১               বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ               ২০০৯                ৩-০             ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে                     ২০০৯                  ৪-১               জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে                     ২০০৯/১০             ৪-১               বাংলাদেশ
নিউ জিল্যান্ড                ২০১১/১১             ৪-০               বাংলাদেশ
জিম্বাবুয়ে                     ২০১১/১১              ৩-১               বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ               ২০১২/১৩            ৩-২              বাংলাদেশ
নিউ জিল্যান্ড                ২০১৩/১৪            ৩-০              বাংলাদেশ
জিম্বাবুয়ে                     ২০১৪                  ৩-০               বাংলাদেশ
পাকিস্তান                     ২০১৫                 ৩-০               বাংলাদেশ
ভারত                          ২০১৫                  ২-১               বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা             ২০১৫                ২-১               বাংলাদেশ
জিম্বাবুয়ে                      ২০১৫                 ৩-০              বাংলাদেশ
আফগানিস্তান               ২০১৬                ২-১              বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ               ২০১৮                 ২-১           ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে                      ২০১৮                ৩-০            বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ               ২০১৮                 ২-১           বাংলাদেশ
জিম্বাবুয়ে                      ২০২০                ৩-০            বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ               ২০২১                 ২-০           বাংলাদেশ

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়