ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিকাভেলার ৮ রানের আক্ষেপ, অ্যান্ডারসনের রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৩৩, ২৩ জানুয়ারি ২০২১
ডিকাভেলার ৮ রানের আক্ষেপ, অ্যান্ডারসনের রেকর্ড

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে নিরোশান ডিকাভেলাকে। ইংল্যান্ডের বিপক্ষে গলে দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিংয়ের পরও ৮ রানের আক্ষেপে পুড়েন তিনি। এদিকে ৬ উইকেট নিয়ে বিদেশের মাটিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন জিমি অ্যান্ডারসন।

ব্যাট-বলের দারুণ লড়াইয়ে গল টেস্ট জমে উঠেছে। শ্রীলঙ্কার করা ৩৮১ রানের জবাব দিতে নেমে শনিবার দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। ৬৭ রানে উইকেটে আছেন আগের ম্যাচে চতুর্থ ডাবল সেঞ্চুরি পাওয়া জো রুট। তার সঙ্গী জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ২৪ রান।

৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর জুটি বাঁধেন তারা। পেসার এমবুলডেনিয়ার বলে ডম শিবলি রানের খাতা খুলতে পারেননি। ৫ রানে তার বলেই আউট হন জ্যাক ক্রোলে। তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন বেয়ারস্টো ও রুট। তাদের জুটিতে এসেছে ৯৩ রান।

এর আগে শ্রীলঙ্কা প্রথম দিনের ৪ উইকেটে ২২৯ রানের সঙ্গে আজ আরও ১৫২ রান যোগ করে অলআউট হয়। অ্যালেঞ্জে ম্যাথুউস থামেন ১১০ রানে। ডিকাভেলার ব্যাটে শ্রীলঙ্কার রানে গতি পায়। তাকে সঙ্গ দেন দিলরুয়ান পেরেরা। দুজন সপ্তম উইকেট জুটিতে ৮৯ রান করেন। তাতে শ্রীলঙ্কার রান পৌঁছায় চূঁড়ায়।

ডিকাভেলা ৯২ রানে অ্যান্ডারসনের বলে লিচের হাতে ক্যাচ দেন। এরপর দিলরুয়ান পারেরা ৬৭ রানে স্যাম কুরানের বলে একই ফিল্ডারের হাতে ক্যাচ দেন। শেষ দিকে শ্রীলঙ্কার রান বাড়াতে পারেননি টেল এন্ডাররা। অ্যান্ডারসন ৪০ রানে নেন ৬ উইকেট। ৩ উইকেট পেয়েছেন মার্ক উড।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়