ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘এই পারফরম্যান্স নিউ জিল্যান্ডে বাংলাদেশকে সাহায্য করবে’

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:৫২, ২৫ জানুয়ারি ২০২১
‘এই পারফরম্যান্স নিউ জিল্যান্ডে বাংলাদেশকে সাহায্য করবে’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই বাংলাদেশ যাবে নিউ জিল্যান্ড, যেখানে খুব একটা সুখস্মৃতি নেই তাদের। তবে সাকিব আল হাসানের বিশ্বাস ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে করা পারফরম্যান্সগুলো নিউ জিল্যান্ডে ভালো করতে সাহায্য করবে, যোগাবে আত্মবিশ্বাস।

আগামী মার্চে নিউ জিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। নিউ জিল্যান্ডে ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৩ ওয়ানডে খেলেছে বাংলাদেশ, জেতেনি একটিও। চার টি-টোয়েন্টিতেও নেই একটিও জয়। তবে সাকিবের বিশ্বাস এবার ভালো করবে বাংলাদেশ।

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারানোর পর সাকিব বলেন, ‘সিরিজ জয়ের আত্মবিশ্বাস অবশ্যই কাজে দেবে। এতদিন পর যখন কোনও সিরিজ খেলা হয় এবং ভালোভাবে জেতা যায়, তখন সবার মধ্যেই অন্যরকম আত্মবিশ্বাস তৈরি করে দেয়। আমার কাছে মনে হয়, নিউ জিল্যান্ডে এই পারফরম্যান্সগুলো অনেক সাহায্য করবে। যদিও নিউ জিল্যান্ড আমাদের জন্য অনেক কঠিন জায়গা। তবু এ পারফরম্যান্সগুলো আমাদের অনেক সাহায্য করবে ভালো করতে।’

সাকিব তিন ম্যাচে ১১৩ রান করেছেন। নিজের প্রিয় তিন নম্বর পজিশন ছেড়ে খেলেছেন চার নম্বরে। নতুন জায়গায় নিজের ব্যাটিং নিয়ে সাকিব সন্তুষ্ট। ব্যাটিং পজিশন নিয়েও নেই অভিযোগ, ‘আমার কাছে মনে হয়নি আমি ছন্দে ছিলাম না। মনে হয়েছে, আমি যেভাবে ব্যাটিং করি সেভাবেই করতে পেরেছি। খুব একটা কষ্ট লাগেনি। হ্যাঁ, প্রতিটা জিনিসেই কষ্ট আছে। প্রতিদিন রান করা কঠিন, ধারাবাহিক খেলাও সহজ নয়। দুইটা ম্যাচ খুব ভালো ব্যাটিং করেছি। সেদিক থেকে আমি খুব খুশি।’

ব্যাটিং পজিশন নিয়ে তার বক্তব্য, ‘আমি সবসময়ই বলেছি যে, সবকিছু যে আমার পছন্দ মতো হতে হবে সেটা নয়। গুরুত্বপূর্ণ হলো দলের প্রয়োজনে কোন কাজটা আমি করতে পারি? তো সেটা করতে পেরে আমি সন্তুষ্ট।’

ফিরে এসে বোলিং অ্যাকশনে খানিকটা পরিবর্তন এনেছেন সাকিব। সাইড আর্ম দেওয়ার বদলে ওপর থেকে বল ছুড়ছেন। তাতে টার্ন ও বাউন্স বেশি পাচ্ছেন। ব্যাটসম্যানদের জন্য তার বল খেলা হয়ে উঠছে আরও কঠিন। সাকিব মনে করেন আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতিনিয়ত পরিবর্তন আনতে হবে।

পরিবর্তনে বিশ্বাসী সাকিব বললেন, ‘আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে প্রতিনিয়তই নিজেকে পরিবর্তন করতে হবে। ব্যাটিং-বোলিংয়ে যেটা করলে আমার মনে হয় ভালো হবে, সেটাই করার চেষ্টা করি আমি।’

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়