Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৯ মে ২০২১ ||  বৈশাখ ২৬ ১৪২৮ ||  ২৫ রমজান ১৪৪২

তামিমের অধিনায়কত্বে মুগ্ধ হাবিবুল

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৬ জানুয়ারি ২০২১  
তামিমের অধিনায়কত্বে মুগ্ধ হাবিবুল

দীর্ঘদিন পর মাঠে ফিরলে থাকে জড়তা। প্রাণ থাকে না শারীরিক ভাষায়। আবার প্রতিপক্ষ যখন অনেকটাই আনকোরা, তখন শতভাগ দেওয়ার প্রেরণা থাকে সামান্য। জয়ের ক্ষুধাও তেমন কাজ করে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলেছে মন উজার করে। যেখানে প্রতিপক্ষকে একটুও ছাড় দেয়নি। নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে জয়ের ছন্দে ছিল বাংলাদেশ। জাতীয় নির্বাচক হাবিবুল বাশার ছেলেদের পারফরম্যান্সে খুশি।

বাংলাদেশের সাবেক অধিনায়ক রাইজিংবিডিকে মুঠোফোনে বলেছেন, ‘আমরা অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেললাম। ওই হিসেবে আমি বলবো যে ভালোই হয়েছে আমাদের। আরও ভালো হতে পারতো। তারপরও বলবো দীর্ঘদিন পর নেমে সবকিছু প্রত্যাশামতোই হয়েছে।’

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর ব্যাটসম্যানদের ব্যাটে বড় ইনিংস না দেখার আক্ষেপ ছিল তামিমের। তাছাড়া বোলারদের বিধ্বংসী স্পেলে দেখা না পাওয়াও হতাশ করেছে তাকে। একই সুর হাবিবুলের কণ্ঠেও, ‘সবসময় প্রত্যাশা তো একটু বেশি থাকে, উন্নতির আরও অনেক জায়গা থাকে। তবে সবকিছু মিলে আমি বলব যে ওয়ানডে সিরিজটা আমাদের ভালো হয়েছে।’

এর আগে তিন ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তামিম। এবার স্থায়ীভাবে দায়িত্ব পেলেন। শুরুটা করলেন হোয়াইটওয়াশের কীর্তি গড়ে। কিন্তু তার অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল সিরিজ শুরুর আগে। এই সংশয় বিস্মিত করেছে হাবিবুলকে, ‘তামিমকে নিয়ে সবাই কেন প্রশ্ন করছে আমি জানি না। ছেলেটা মাত্র শুরু করেছে। ওটা নিয়ে আসলেই প্রশ্ন করা উচিত না।’

প্রথম ওয়ানডের পর সাকিব জানিয়েছিলেন, এক ওয়ানডে দিয়ে তামিমকে মূল্যায়ন করা ঠিক হবে না। এক বছর সময় দেওয়ার পক্ষে তিনি। নির্বাচকের কন্ঠেও একই সুর। হাবিবুলের চোখে তামিমের অধিনায়কত্বে যে ব্যাপারটি ভালো লেগেছে তা বললেন, ‘আমি বলবো তার বোলিং পরিবর্তনের মস্তিস্ক খুব ভালো। আমি মুগ্ধ। পাশাপাশি সে যেভাবে বোলারদের পরিচালনা করেছে, তা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজ ছিল এটা সাকিবের। শেষ করেছেন সিরিজ সেরা হয়ে। ১১৩ রান ও ৬ উইকেট পেয়েছেন। পারফর্ম করতে সাকিব সময় নেননি। তাতে অবাক হননি নির্বাচক। উচ্ছ্বসিত কন্ঠে হাবিবুল বলেন, ‘সাকিবের এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা সবাই জানতাম সে যেখানে শেষ করেছে, সেখানে যেতে খুব বেশি সময় লাগবে না। সবার জন্য সময় লাগে, কিন্তু খুব বেশি সময় নেয়নি সাকিব। এটা তার বিশেষত্ব।’

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়