Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৯ মে ২০২১ ||  বৈশাখ ২৬ ১৪২৮ ||  ২৫ রমজান ১৪৪২

সাকিব, তামিম, মুশফিকের নিবেদনে মুগ্ধ ইয়াসির

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৬ জানুয়ারি ২০২১  
সাকিব, তামিম, মুশফিকের নিবেদনে মুগ্ধ ইয়াসির

অনুশীলনে ইয়াসির আলী রাব্বি

বন্দরনগরীতে তার বেড়ে ওঠা। শৈশব থেকে এখানেই ক্রিকেট খেলে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন পূরণে দুই ধাপ দূরে ইয়াসির আলী রাব্বি। ডানহাতি ব্যাটসম্যান রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রাথমিক স্কোয়াডে। তাকে রাখা হয়েছে অতিথিদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। সেখানে ভালো করলে চূড়ান্ত দলে থাকার জোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পেয়ে যেতে পারেন টেস্ট ক্যাপও।

ঘরের মাঠে সেই স্মরণীয় দিনটির অপেক্ষায় ইয়াসির, ‘আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা যদি হয় আমার শহর চট্টগ্রাম থেকে! অন্য রকম এক রোমাঞ্চ কাজ করছে। একাদশে থাকার সুযোগ হবে কি হবে না সেটা জানি না। তবে একটা ভালো লাগার বিষয় যে আমি দলের সঙ্গে আছি।’

তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের খেলার প্রতি নিবেদন এবং নিজেদের তৈরি করার যে পরির্চযা তাতে মুগ্ধ ইয়াসির, ‘আমি সিনিয়র ভাইদের যত দেখি ততই অবাক হয়ে যাই। এই পর্যায়ে এসেও তারা যে পরিশ্রম করেন, বিশেষ করে সাকিব, তামিম ও মুশফিক ভাই। মুশফিক ভাইয়ের কথা তো আমরা সবাই জানি। তামিম ভাই ও সাকিব ভাই নিজেদেরকে পরিচর্যা করেন দারুণভাবে। এখন তাদের সঙ্গে আমি সবসময় কথা বলি এসব বিষয় নিয়ে।’

দীর্ঘদেহী ইয়াসির এসব দেখে কাজে লাগাতে চান, ‘এ যুগে প্রতিযোগিতায় নিজেকে ওই রকম পরিচর্যা না করলে খেলাটা খুব কঠিন হয়ে যায়। সেজন্য সবাইকে দেখে, সবার কাছে থেকে ভালো ভালো জিনিস নেওয়ার চেষ্টা করছি।’

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়