ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিশাদকে প্রশংসায় ভাসালেন ব্র্যাথওয়েট

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ জানুয়ারি ২০২১  
রিশাদকে প্রশংসায় ভাসালেন ব্র্যাথওয়েট

বিসিবি একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।

লেগ স্পিনার শুক্রবার বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন। দিনের শুরুতে লাইন ও লেংথ পেতে সমস্যা হলেও মধ্যদুপুরে নিজেকে ফিরে পান রিশাদ। দ্বিতীয় সেশনে ২ ও শেষ সেশনে ৩ উইকেট নিয়ে ৫ উইকেটের স্বাদ নেন। উইকেট পাওয়া ছাড়ায় ধারাবাহিক একই জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে ভুগিয়েছেন। রান আটকে রেখেছিলেন। ব্যাটসম্যানকে সামনে আসতে দেননি। 

ভালো বোলিংয়ের জন্য প্রতিপক্ষের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট তাকে প্রশংসায় ভাসিয়েছেন। দিনের খেলা শেষ হওয়ার পর ব্র্যাথওয়েট বলেন, ‘লেগ স্পিনার বেশ ভালো করেছে। সে ধারাবাহিক ছিল। খুব বেশি টার্ন এবং বাউন্স ছিল না কিন্তু সে তার লাইন-লেংথ নিয়ে বেশ ধারাবাহিক ছিল। সে ভালো বোলিং করেছে।’

এমএ আজিজের উইকেট ছিল মরা ঘাসে ভরা। উইকেটে খুব বেশি টার্ন ছিল না। ধীর গতির উইকেটে দারুণভাবে মানিয়ে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ব্র্যাথওয়েট। দিনের খেলা শেষ হওয়ার ত্রিশ মিনিট আগে তার উইকেট নিয়ে সেঞ্চুরি বঞ্চিত করেন পেসার খালেদ। ডানহাতি পেসারের রিভার্স করা বলে এলবিডব্লিউ হন ক্যারিবিয়ান অধিনায়ক।

নিজের ব্যাটিং নিয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘ভালো সময় গেছে উইকেটে। উইকেটে কাটানো সময় নিয়ে খুশি। বেশ কঠিন ছিল। বোলাররা ভালো বোলিং করেছে। অবশ্যই উইকেট একটু ধীর গতির এবং বাউন্স একটু কম ছিল। আমাদের সাবধানে বল দেখতে হয়েছে। কিন্তু আমি বেশ খুশি।’

চট্টগ্রাম/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়