ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেস্ট সিরিজ সহজ হবে না, জানিয়ে রাখলেন লিটন

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৩০ জানুয়ারি ২০২১  
টেস্ট সিরিজ সহজ হবে না, জানিয়ে রাখলেন লিটন

ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেসে খেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সামনেই টেস্ট সিরিজ। দুই দল চট্টগ্রাম ও ঢাকায় দুইটি টেস্ট খেলবে। বাংলাদেশ দলের ওপেনার লিটন মনে করেন, ওয়ানডের মতো টেস্ট সিরিজ সহজ হবে না। অতিথিরা দাপট দেখাতে পারে লাল বলে। আগেভাগেই লিটন জানিয়ে রাখলেন, ভালো ফলের জন্য সাদা পোশাকে সংগ্রাম করতে হবে।

সিনিয়র ক্রিকেটাররা সরে দাঁড়ানোতে তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে পরীক্ষিত অনেক ক্রিকেটাররই রয়েছে। দুই পেসার শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ যে কোনো সময়ে যে কেনে ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে পারেন। স্পিনার রাকিম কর্নওয়াল প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়ে হুমকি দিয়ে রেখেছেন। জার্মেইন ওয়ারিক্যানও দারুণ ছন্দে আছেন। এছাড়া ওপেনার ও অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা পুরোনো।

প্রস্তুতি ম্যাচে ৮৫ রানের ইনিংসটিও ছিল দৃষ্টিনন্দন। ওয়ানডের তুলনায় টেস্ট দলটি তুলনামূলক অভিজ্ঞ। তাইতো লিটন বলেন,‘টেস্ট ক্রিকেটে অনেক দিন পর খেলতে নামছি আমরা। অবশ্যই কঠিন হবে। ওদের খুব ভালো পেস অ্যাটাক আছে এবং স্পিনও আছে। সঙ্গে ভালো ব্যাটসম্যানও আছে। আমার কাছে মনে হয় না টেস্ট সিরিজ সহজ হবে।’

ভালো করার জন্য লিটন উইকেটে সময় দেওয়ার পক্ষে। তার ভাষ্য,‘ভালো ক্রিকেট ও পারফরম্যান্সের জন্য উইকেটে অনেক সময় ব্যয় করতে হবে। পাশাপাশি আমাদের পরিস্থিতি মানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে বোলিং, ব্যাটিং জুটিগুলো ঠিক করতে হবে আমাদের। তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’

ওয়ানডেতে লিটনের ব্যাট হাসেনি। তিন ম্যাচে করেছিলেন ৩৬ রান। সীমিত পরিসরের ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান। তার ভাষ্য,‘অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলছি এটাতে অনেক খুশি। টেস্ট ক্রিকেটের অনুভূতি অন্যরকম। আবার দেশের হয়ে খেলার অনুভূতিটাও ভিন্ন। ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। আমি চাচ্ছি না সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে। এখানে আমার নতুন ভূমিকা। চেষ্টা করব এখানে যে ভূমিকায় আছি সেটা ভালোভাবে করার জন্য।’

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়