ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেস্টের প্রস্তুতিতে খুশি উইন্ডিজ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৩১ জানুয়ারি ২০২১  
টেস্টের প্রস্তুতিতে খুশি উইন্ডিজ অধিনায়ক

চট্টগ্রাম টেস্টের আগের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। দলের সার্বিক প্রস্তুতি ভালো হয়েছে বিশ্বাস তার।

গত শুক্রবার শুরু হওয়া প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে আজ রোববার, যেখানে পুরো দুই ইনিংস ব্যাট করেছে ক্যারিবিয়ানরা। ড্র হওয়া এই ম্যাচে বল হাতে প্রথম ইনিংসে বাংলাদেশকে অলআউট করার পর শেষ ইনিংসে ২৯ ওভার বলও করেছে তারা। সব মিলিয়ে খুশি সফরকারী অধিনায়ক ব্র্যাথওয়েট, ‘আমি খুব খুমি। আমি মনে করছি ছেলেরা ভালো করেছে। ব্যাটসম্যানরা দুইবার ব্যাট করার সুযোগ পেয়েছে। কয়েকজন ভালো স্কোর করেছে। ফাস্ট বোলার ও স্পিনাররা দ্বিতীয় ইনিংসে বল করেছে, যেখানে তারা পেয়েছে ২৯ ওভার। তাই আমি সত্যিই খুশি। প্রথম ইনিংসে আমরা ১০ উইকেট নিয়েছি, এটা ভালো। আমি মনে করি মাঠে নামতে তৈরি ছেলেরা।’

প্রথম টেস্ট হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রস্তুতি ভেন্যুর সঙ্গে মূল মাঠের পিচের কোনও পার্থক্য দেখা যাবে না মনে করেন উইন্ডিজ অধিনায়ক, ‘আমি মনে করি প্রায় একই রকম হবে এটা। পিচ খুব বেশি বাউন্সিং করেনি। এখানকার উইকেটগুলো নিচু ও মন্থর। এই প্রস্তুতি ম্যাচ সহায়ক হবে মনে করছি।’

বাংলাদেশের ১৬০ রানের প্রথম ইনিংসে ১৬.৪ ওভার ৪৭ রান খরচায় পাঁচ উইকেট নেন রাকিম কর্নওয়াল। এই স্পিনারে মুগ্ধ ব্র্যাথওয়েট, ‘আমি অভিভূত। সে ভালো বল করেছিল। ডট বল দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছিল। আমি রাকিমের সামর্থ্য জানি। সে খুব মানসম্মত অফস্পিনার। এই কন্ডিশনে তাকে দেখে ভালো লাগছে। আমি জানি সে এই টেস্টে ভালো করবে।’

সাফল্যের মন্ত্র জানা আছে ব্র্যাথওয়েটের, সেটা মাঠে প্রয়োগ করতে পারলেই হয়। উইন্ডিজ ওপেনার বললেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমাদের পরিকল্পনায় লেগে থাকতে হবে, মাঠে বল করতে হবে। ডট বল দিয়ে চাপ তৈরি করতে হবে। উইকেট এমনিই আসবে। আমি প্রস্তুতি ম্যাচে ফিফটি পেয়েছিলাম, কিন্তু চালিয়ে যাইনি। তাই ব্যাটিংয়ে আমি সহ যে কোনও ব্যাটসম্যানকে ক্রিজ আকড়ে ধরে থাকতে হবে যাতে সেঞ্চুরি করা যায়। তাহলেই দল ভালো সংগ্রহ পাবে।’

ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে ব্র্যাথওয়েট বললেন, ‘আমি দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছি। হ্যাঁ, জেসন (হোল্ডার) নেই এখানে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমাকেই প্রথম বলের মুখোমুখি হতে হবে এবং এরপর মাঠে নেমে সিদ্ধান্ত তৈরি করতে হবে। আমি জানি এই ছেলেরা সিরিজটিতে ভালো করবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়