ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রত্যেককে করোনার টিকা নিতে বললেন মঈন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৩১ জানুয়ারি ২০২১  
প্রত্যেককে করোনার টিকা নিতে বললেন মঈন

১৮ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে যাওয়ার রোমাঞ্চ কাজ করছিল মঈন আলীর। কিন্তু ২০২১ সাল যে এভাবে শুরু হবে কল্পনাও করেননি। শ্রীলঙ্কা সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডার। অসুস্থ অবস্থায় ১৪ দিন ‘গৃহবন্দি’ থাকার কী যে কষ্ট, সেই প্রতিক্রিয়া জানালেন মঈন এভাবে, ‘সত্যি বলছি, এমন কিছু যেন আর কারও না হয়।’ এই অবস্থা নিরসনে প্রত্যেককে করোনার টিকা নিতে বললেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।

করোনাভাইরাসের টিকা আবিষ্কৃত হওয়ার পর অনেক দেশেই তা প্রয়োগ করা হচ্ছে। কিন্তু নানা গুঞ্জনের কারণে টিকা গ্রহীতার সংখ্যা উদ্বেগজনক হারে কম। তবে মঈন জানালেন, টিকা নিতে তার কোনও আপত্তি নেই। ভারতের বিপক্ষে টেস্ট শুরুর আগে চেন্নাইয়ে অনলাইনে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এই মুহূর্তে যদি পেতাম, আমি টিকা নিয়ে নিতাম এবং প্রত্যেককে নিতে বলতাম। যারা এই সম্পর্কে জানে তাদের সঙ্গে কথা বলে আমি নিতাম এবং আমার পরিবার ও অন্যদেরও নিতে বলতাম।’

এই টিকা নিয়ে কোনও গুজবে কান না দিতে পরামর্শ মঈনের, ‘এটা যে কোনও সাধারণ টিকার মতো, অনেক ষড়যন্ত্র তত্ত্ব চলছে। কিন্তু এটা একটা ওষুধের মতো। আমাদের সমাজে লোকজন যা সম্পর্কে নিশ্চিত হতে পারে না, সেটা নিয়ে বেশ সতর্ক থাকে। কিন্তু সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়