ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেইমারের জোড়া গোলের পরও পিএসজির হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৩১ জানুয়ারি ২০২১  
নেইমারের জোড়া গোলের পরও পিএসজির হার

এই মৌসুমে লিগ টু থেকে লিগ ওয়ানে উন্নীত হওয়া লরিয়েন্তের মাঠে হেরে গেছে ৯ বারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই। অবনমন অঞ্চল থেকে এক ধাপ উপরে থাকা দলটির কাছে রোববার ৩-২ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো তারা, বৃথা গেলো নেইমারের জোড়া গোল।

সব প্রতিযোগিতা মিলে ৯ ম্যাচ খেলে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেলো পিএসজি। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোও প্রথমবার তাদের ডাগআউটে পেলেন হারের অভিজ্ঞতা। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট পিএসজির। শীর্ষ দল লিওঁর (৪৬) চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। সমান ৪৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা লিঁল দিনের পরবর্তী ম্যাচে দিজনকে হারালে শীর্ষে উঠে যাবে। ১৮ পয়েন্ট নিয়ে ১৮তম লরিয়েন্ত।

মার্কো ভেরাত্তি ও আবদো দিয়ালোকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। দুজনেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে। ভেরাত্তির অভাব ভালোভাবে টের পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ইতালিয়ান মিডফিল্ডারের বদলে জায়গা পাওয়া দানিলো পেরেইরার কাছ থেকে বল দখল করে স্বাগতিকদের এগিয়ে দেন লরেন্ত আবেরগেল। ৩৬তম মিনিটে ক্রসবারের নিচ দিয়ে ক্রস শটে গোল করেন লরিয়েন্তের মিডফিল্ডার।

পিএসজি অবশ্য গোল শোধ দিতে সময় নেয়নি। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বক্সের মধ্যে হোবোলাং মেন্দেস ফাউল করেন। স্বাগতিক ডিফেন্ডার আবারও একই ভুল করেন ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার করার আগে, এবার মাউরো ইকার্দিকে ফেলে দেন। ৫৮তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন নেইমার।

খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে লরিয়েন্তে সমতা ফেরায়। বদলি নামা তেরেম মোফির সঙ্গে ওয়ান টু পাসে পিএসজি গোলকিপার সার্জিও রিকোকে পরাস্ত করেন ইওনে ভিসা। ইনজুরি সময়ের প্রথম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে লরিয়েন্তেকে তিন পয়েন্ট এনে দেন মোফি। এ নিয়ে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করলেন তিনি। তাতে লিগে আট ম্যাচে প্রথম হার মানতে হয় পিএসজিকে। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে তারা সবশেষ লিওঁর কাছে হেরেছিল ১-০ গোলে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়