ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শুরু হচ্ছে ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১ ফেব্রুয়ারি ২০২১  
শুরু হচ্ছে ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ

বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হচ্ছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। অন্যান্যবারের মতো এবারও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ-২০২১’। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও আন্তর্জাতিক বিচারক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হারুন-অর-রশিদ।

ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগের বিষয়ে হারুন-অর-রশিদ বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে প্রথম বিভাগ দাবা লিগ। প্রথম বিভাগ দাবা লিগ একটি দলগত দাবা ইভেন্ট। এতে ১২টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে ২টি দল ২০২০ সালের দ্বিতীয় বিভাগ দাবা লিগ হতে উন্নীত হয়েছে এবং ২টি দল প্রিমিয়ার ডিভিশন থেকে রেলিগেটেড হওয়া।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল ২০২১ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বনিম্ন স্থান পাওয়া দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। লিগের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে শতকরা হারে সর্বোচ্চ ফলাফল লাভকারী খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেওয়া হবে।’

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে অনেকদিন ধরেই আমরা ওয়ালটন পরিবার কাজ করছি। দাবা ফেডারেশনের সঙ্গে ওয়ালটন গ্রুপের একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। বুদ্ধিদীপ্ত সমাজ গঠন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা ওয়ালটন পরিবার দাবাকে পৃষ্ঠপোষকতা করছি। আমরা সব সময়ই দাবার পাশে থাকার চেষ্টা করছি। যথারীতি এবারও প্রথম বিভাগ দাবা লিগের সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি আমরা ওয়ালটন পরিবার।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার থাকবে রেডিও টুডে। অনলাইন পার্টনার হিসেবে থাকবে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়