ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশে শেষবারের হার উইন্ডিজের প্রেরণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৮:১২, ৩ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশে শেষবারের হার উইন্ডিজের প্রেরণা

২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই বছরেরও বেশি সময় পর আবারও বাংলাদেশে ক্যারিবিয়ানরা। এবারও সফরকারীদের নেতৃত্বে ক্রেইগ ব্র্যাথওয়েট। বুধবার চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে শেষবারের ওই হারকে প্রেরণা হিসেবে নিচ্ছেন উইন্ডিজ অধিনায়ক।

আগেরবার জেসন হোল্ডার চোটের কারণে বাংলাদেশ সফরে ছিলেন না। এবারও তিনি নেই, কিন্তু কারণটা ভিন্ন। করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে এই অলরাউন্ডারসহ তাদের দলের নিয়মিত একাধিক সদস্য সফরে নাম দেননি। এসেছেন ব্র্যাথওয়েট। এবার তরুণ আর নতুন চেহারার দল নিয়ে ভালো ফলের প্রত্যাশা তার।

আগের সফরে দুটি টেস্টেই শোচনীয় হার জুটেছিল ক্যারিবিয়ানদের ভাগ্যে। চট্টগ্রামে প্রথম টেস্টে ৬৪ রানে হারের পর ঢাকায় দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ১৮৪ রানে পরাজিত, যা ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।

ওই দুটি টেস্টেই বল হাতে সফরকারীদের নাকানিচুবানি খাওয়ান সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের স্পিন বিভাগ। উইন্ডিজের সবগুলো উইকেটই নেন এই চার স্পিনার। অফস্পিনার মিরাজ ১৫টি, আর তাইজুল পান দশ উইকেট। সাকিব ৯টি আর নাঈম ৬টি। তবে এই শক্তিশালী স্পিন আক্রমণের বিরুদ্ধে ব্যাটসম্যানদের নিয়ে আত্মবিশ্বাসী ব্র্যাথওয়েট, ‘এখানে শেষবার আমরা সিরিজ হেরেছিলাম, আর এটাই আমাদের জন্য এক নম্বর প্রেরণা। এই ছেলেদের বিপক্ষে আমি খেলেছি আগে, কিন্তু কয়েকজনের জন্য তারা নতুন। আমরা ফুটেজ দেখেছি এবং ব্যাটসম্যানের দৃষ্টিকোণ থেকে আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি।’

এই চ্যালেঞ্জ মোকাবিলার আগে নির্ভীক ব্র্যাথওয়েট, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে, স্ট্রাইকে অদল-বদল করতে হবে, আগ্রাসী খেলতে হবে। তারা খুব ভালো বোলার, কিন্তু আমি মনে করি দারুণ ব্যাটিংয়ে বড় রান করার যোগ্যতা আমাদেরও আছে। আমি ব্যাটসম্যানদের সমর্থন করছি। আমরা চ্যালেঞ্জের জন্য উন্মুখ।’

ওপেনিংয়ে ভালো শুরু এনে দেওয়াই হবে উইন্ডিজ অধিনায়কের মূল লক্ষ্য। এই ওপেনার বলেছেন, ‘আমি মনে করি ভালো একটা জুটি গড়া ওপেনারদের মূল কাজ, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। বড় উদ্বোধনী জুটি পরের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ করে দেয়। এটা আমাদের ভালো অবস্থানে রাখতে পারে। জন (ক্যাম্পবেল) ভালো ব্যাট করছে। আমি তার সঙ্গে ব্যাট করা উপভোগ করছি।’

টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে ভালো কিছুর প্রত্যাশা ২৮ বছর বয়সী ওপেনারের, ‘একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমার কিছুই বদলায়নি। প্রত্যেকবার আমি ব্যাট করতে গেলে ভালো কিছুর চেষ্টা করি। এটা যে চাপ তৈরি করে তা বলবো না। ওপেনার হিসেবে আমি চাপ দূরে রাখার চেষ্টা করি। আমাদের দলে জার্মেইন ব্ল্যাকউডের অভিজ্ঞতা আছে, যে ৩০ এর বেশি ম্যাচ খেলেছে। কিন্তু আমি দেখতে চাই প্রত্যেক টপ অর্ডার ব্যাটসম্যান ভালো করছে।’

বোলিংয়ে রাকিম কর্নওয়ালের ওপর ভরসা রাখছেন ব্র্রাথওয়েট। একমাত্র প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি স্পিনার। তাকে মাঠে সমর্থন দিচ্ছেন অধিনায়ক, ‘রাকিম (কর্নওয়াল) প্রস্তুতি ম্যাচে খুব ভালো করেছিল। ডট বল দিয়ে চাপ তৈরি করেছিল। আমার বিশ্বাস সে এই সিরিজে ভালো করবে। ভালো একজন অফস্পিনার সে। মাঠে তাকে আমাদের সমর্থন দিতে হবে, কিন্তু শুধু রাকিম নয় প্রত্যেক বোলারকে ভূমিকা রাখতে হবে।’

পিচ নিয়ে ব্র্যাথওয়েটের মূল্যায়ন, ‘এটা শুকনো উইকেট। আমি মনে করি না শেষবার যখন এসেছিলাম তখনকার আর এখনকার উইকেটের মধ্যে খুব বেশি পার্থক্য আছে। হয়তো খুব বেশি বাউন্স থাকবে না। বাংলাদেশের চিরাচরিত পিচ যেমনটা হয়। তবে নিচু বাউন্স কিংবা স্পিন যাই হোক না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের শুধু পরিকল্পনায় লেগে থাকতে হবে এবং গোছালো খেলতে হবে। সুশৃঙ্খল থাকলে আমরা ভালো খেলতে পারবো।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়