Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

করোনার হানায় শঙ্কায় শ্রীলঙ্কার উইন্ডিজ সফর 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৩ ফেব্রুয়ারি ২০২১  
করোনার হানায় শঙ্কায় শ্রীলঙ্কার উইন্ডিজ সফর 

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে আঘাত হেনেছে করোনা ভাইরাস।  দলটির কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান লাহিরু থিরামান্নের করোনা পজিটিভ আসে।

এক বিবৃতি দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষে ৩৬ সদস্যের স্কোয়াডের করোনা টেস্ট করা হয়। তার মধ্যে কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান থিরামান্নের পজিটিভ আসে।’

ফেব্রুয়ারিতেই দীর্ঘ সফরে উইন্ডিজ যাওয়ার কথা রয়েছে লঙ্কাদের। এই সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে করোনার আঘাত হানায় এসএলসি পুনরায় সূচি তৈরি করতে চাইছে।

বিবৃতিতে এসলসি জানায়, ‘আমাদের যাওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখ। আমরা বর্তমান অবস্থা বিবেচনা করে সফরের নতুন সূচি করার কথা ভাবছি।’  
 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়