ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাই বলে এতবার করোনা পজিটিভ! 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২১
তাই বলে এতবার করোনা পজিটিভ! 

করোনাকালীন খেলা চলে বায়ো বাবলের মধ্যে। খেলোয়াড়দের থাকতে হয় জৈব সুরক্ষা বলয়ে। ম্যাচ খেলতে নামার আগেই করতে হয় করোনা টেস্ট। কিন্তু তাই বলে টানা ২৬ বার করোনা পজিটিভ হবে?

হ্যাঁ, এমনটাই ঘটেছে বার্সেলোনার তারকা ফুটবলার সার্জিও রবার্তোর ক্ষেত্রে। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। গত বছরের নভেম্বরের শেষ দিকে ইনজুরিতে পড়ে ছিটকে যান। এ সময় করোনা টেস্ট করানো হলে তার করোনা ধরা পড়ে।

ডিসেম্বরের ১ তারিখ তার করোনা পজিটিভ আসে। এর মধ্যে ২৬ বার করোনা টেস্ট করা হলে তার শরীরে করোনা ধরা পড়ে। শেষ পর্যন্ত জানুয়ারির ৩০ তারিখ ২৭তম বারে গিয়ে নেগেটিভ আসে রবার্তোর।

দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকা ফুটবলারদের মধ্যে রবার্তো অন্যতম। এর আগে করোনা নেগেটিভ হতে জুভেন্টাসের পাউলো দিবালার লেগেছিল ৪৭ দিন, আর ক্রিস্টিয়ানো রোনালদো সুস্থ হন ১৯ দিন পর। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়