ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাসান আলীদের তোপে বিপাকে দ. আফ্রিকা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২১
হাসান আলীদের তোপে বিপাকে দ. আফ্রিকা 

দিনটি হতে পারতো দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানকে তুলনামূলক কম রানে আটকে রেখে ব্যাটিংয়ে নেমেছিলেন প্রোটিয়ারা। কিন্তু ব্যাটসম্যানদের বিব্রতকর ব্যাটিংয়ে একশ পেরোনোর আগেই হারিয়ে ফেলে চার উইকেট।

শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১০৬। ক্রিজে আছেন টেম্বা বাভুমা ১৫ ও অধিনায়ক কুইন্টন ডি কক ১৫ রানে। এখনো তারা পাকিস্তান থেকে পিছিয়ে আছে ১৬৬ রানে।

দলীয় ২৬ রানে পরপর ২ বলে  ২ উইকেট তুলে নেন হাসান আলী। ওপেনার ডিন এলগার ১৫ রানে আউট হওয়ার পরের বলেই ০ রানে আউট হন নতুন ব্যাটসম্যান ভ্যান ডার ডুসেন।  এরপর অ্যাডেন মার্করামের সঙ্গে জুটি গড়ে খেলার হাল ধরার চেষ্টা করেছেন ফাফ ডু প্লেসি। তিনিও ১৭ রানের বেশি করতে পারেননি। দিনের খেলা শেষ হওয়ার পাঁচ ওভার আগে সর্বোচ্চ ৩২ রান করে সাজঘরে ফেরেন মার্করাম।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন হাসান আলী। ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও নোমান আলী।

এর আগে অ্যানরিক নর্টজের বোলিং তোপের মুখে পাকিস্তান গুটিয়ে যায় ২৭২ রানে। সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ। ৭৭ রান করেন অধিনায়ক বাবর আজম। ৪৫ রান আসে ফাওয়াদ আলমের ব্যাট থেকে।

নর্টজে একাই নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কেশব মহারাজ।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়